• এবার অনলাইন গেমিংয়ের খসড়া নিয়ম জারি কেন্দ্রের, নিয়ন্ত্রক সংস্থার প্রস্তাব
    বর্তমান | ০৪ অক্টোবর ২০২৫
  • নয়াদিল্লি: কোটি কোটি টাকা আত্মসাৎ থেকে শুরু করে যৌন হেনস্তা। অনলাইন গেমিং প্ল্যাটফর্মকে হাতিয়ার করে ক্রমে জাল বিস্তার করছে সাইবার অপরাধীরা। এবার তা কড়া হাতে মোকাবিলা করতে খসড়া নিয়ম প্রকাশ করল কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক। এক্ষেত্রে ‘অনলাইন গেমিং অথরিটি অব ইন্ডিয়া’ নামে একটি নিয়ন্ত্রক সংস্থা তৈরির প্রস্তাবও দিয়েছে কেন্দ্রীয় সরকার। 

    বৃহস্পতিবার জারি হয়েছে এই খসড়া নিয়ম। মন্ত্রক সূত্রে খবর, অনলাইন গেমিং প্রচার ও নিয়ন্ত্রণ আইন (২০২৫) কার্যকর করতেই এই খসড়া নিয়ম জারি করা হয়েছে। এক্ষেত্রে টাকা বিনিয়োগ করে সমস্তরকমের অনলাইন গেমের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। কেন্দ্রের বক্তব্য,  পুরো বিষয়টির উপর নজরদারি চালাতে একটি নিয়ন্ত্রক সংস্থা গড়ে তোলা হবে। যার নাম- অনলাইন গেমিং অথরিটি অব ইন্ডিয়া। রাজধানীতে হবে এই সংস্থার সদর দপ্তর। সংস্থাটির কাছে সম্পত্তি ক্রয়-বিক্রয়, চুক্তি করা ও মামলা দায়ের করার ক্ষমতাও থাকবে। এই সংস্থার সদস্য হবেন তথ্য প্রযুক্তি, যুবকল্যাণ সহ একাধিক মন্ত্রকের আধিকারিকরা। সোশ্যাল গেম ও ই-স্পোর্টসগুলির রেজিস্ট্রেশনের বিষয়টি দেখবে সংশ্লিষ্ট সংস্থা। কোনওরকম অপরাধ চোখে পড়লে তল্লাশি অভিযান চালানো, বাজেয়াপ্ত করার পাশাপাশি ওয়ারেন্ট ছাড়াই অভিযুক্তকে গ্রেফতার করতে পারবেন আধিকারিকরা। এক্ষেত্রে তিন বছরের জেল ও ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।
  • Link to this news (বর্তমান)