• শিশু মৃত্যুতে কাফসিরাপ দায়ী নয়, দাবি কেন্দ্রীয় ওষুধ পরীক্ষক সংস্থার
    বর্তমান | ০৪ অক্টোবর ২০২৫
  • নয়াদিল্লি: ১০ শিশুর মৃত্যুতে আতঙ্ক রাজস্থান, মধ্যপ্রদেশে। জানা গিয়েছে, কিডনি বিকল হয়ে মৃত্যু হয়েছে তাদের। তার জন্য দায়ী বিশেষ এক কাফসিরাপ। মৃত্যুর আগে প্রত্যেক শিশুকেই ওই সিরাপ খাওয়ানো হয়েছিল। তবে কেন্দ্রীয় ওষুধ পরীক্ষক সংস্থার দাবি, শিশু মৃত্যুর সঙ্গে কাফসিরাপের যোগ নেই। কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, রাজস্থান ও মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যু এবং অসুস্থতার সঙ্গে যে সিরাপের যোগ টানা হয়েছে তাতে কোনও বিষের প্রমাণ মেলেনি। এই সংক্রান্ত যেসব রিপোর্ট প্রকাশিত হয়েছে, সেগুলোও ভিত্তিহীন বলে দাবি কেন্দ্রীয় সংস্থার। 

    সম্প্রতি রাজস্থান ও মধ্যপ্রদেশের অন্তত ১০ শিশুমৃত্যুর ঘটনা সামনে আসে। মাত্র দু’সপ্তাহে এতগুলো শিশুর মৃত্যুতে আতঙ্ক ছড়ায় দুই রাজ্যে। এই আবহে সামনে আসে জয়পুরের একটি সংস্থার তৈরি কাফসিরাপের নাম। অভিযোগ ওঠে, ওই সংস্থার তৈরি ডেক্সট্রোমেথরফ্যান হাইড্রোব্রোমাইড সিরাপই শিশুমৃত্যুর জন্য দায়ী।  সাধারণত এই সিরাপ সরকারি হাসপাতালগুলিতে সরবরাহ করা হয়। তবে শিশুমৃত্যুর পর ১৯টি ব্যাচের সিরাপ নিষিদ্ধ ঘোষণা করে রাজস্থান সরকার। এমনকি এক সরকারি চিকিৎসক এই সিরাপ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। এই আবহে বিষয়টা নিয়ে পরীক্ষা চালায় কেন্দ্রীয় ওষুধ পরীক্ষক সংস্থা। তাদের দাবি, যে সব নমুনা পরীক্ষা হয়েছে তাতে বিষের প্রমাণ মেলেনি। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ৫০০জন শিশুর রক্তপরীক্ষা করা হয়েছে। কোনও সংক্রামক রোগ পাওয়া যায়নি। এছাড়া ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের তরফে জল, ওষুধ ও অন্যান্য নমুনা পরীক্ষা করা হয়েছে। সেখানেও দূষণের প্রমাণ মেলেনি। 
  • Link to this news (বর্তমান)