• পদপিষ্টের জন্য পুলিশের লাঠিচার্জ দায়ী, কোর্টে দাবি বিজয়ের দলের, বিজেপির বিশেষ দল পাঠানোয় কটাক্ষ স্ট্যালিনের
    বর্তমান | ০৪ অক্টোবর ২০২৫
  • চেন্নাই: কারুর দুর্ঘটনায় প্রাণ গিয়েছে অন্তত ৪১ জনের। আহত শতাধিক। ঘটনায় শোকের ছায়া সর্বত্র। তবে মৃত্যমিছিলের দায় নিয়ে চাপানউতোর এখনও থামেনি। সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল বিজয়ের দল টিভিকে। শুক্রবার মামলার শুনানিতে তাদের দাবি, কারুর পদপিষ্টের নেপথ্যে রয়েছে বড় ষড়যন্ত্র। বিপত্তির আসল কারণ পুলিশের লাঠিচার্জ। যদিও তামিলনাড়ুর শাসকদল এই দাবি মানতে নারাজ। এমন দাবি ‘অর্থহীন’ বলেই উড়িয়েছে স্ট্যালিন সরকার। 

    গত শনিবার কারুর জেলায় বিজয়ের সভায় ঘটে ভয়াবহ দুর্ঘটনা। অভিযোগ, ১০ হাজার লোকের সমাবেশের অনুমতি থাকলেও তার থেকে ৫-৬ গুণ বেশি ভিড় হয়েছিল। এদিকে বিজয় সভায় পৌঁছতে অনেকটাই দেরি করেন। ফলে তৈরি হয় বিশৃঙ্খলা। হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৪১ জনের। এর মধ্যে অন্তত ন’জন শিশু ছিল। ঘটনায় বিজয়ের দলের দুই প্রথমসারির নেতার বিরুদ্ধে অনিচ্ছকৃত খুনের মামলা দায়ের করে পুলিশ। কয়েকজনকে গ্রেফতারও করা হয়। তাতে ক্ষুব্ধ হন বিজয়। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিনকে সরাসরি উদ্দেশ করে তিনি বলেন, ‘প্রতিশোধ নেওয়ার হলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিন। দলের নেতাদের কিছু করবেন না।’ পাশাপাশি দুর্ঘটনার নেপথ্যে পুলিশের গাফিলতির অভিযোগ তুলে সরব হন তিনি। অন্যদিকে দুর্ঘটনার কারণ খুঁজতে কারুরে ফ্যাক্ট ফাইন্ডিং দল পাঠিয়েছে বিজেপি। সাংসদ হেমা মালিনীর নেতৃত্বে এই দল ইতিমধ্যেই দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃতদের পরিবারের সঙ্গেও দেখা করেছেন বিজেপি নেতারা। তারাও অবশ্য দুর্ঘটনার নেপথ্যে ষড়যন্ত্রই দেখছেন। বিজয়ের মতোই বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং দলের দাবি, ‘গোটা ঘটনার তদন্ত হওয়া উচিত।’ এর আগেও এই ধরনের ঘটনায় বিভিন্ন রাজ্যে বিশেষ প্রতিনিধি দল পাঠিয়েছে বিজেপি। তবে কারুরে ফ্যাক্ট ফাইন্ডিং দল পাঠানোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেছেন স্ট্যালিন। নির্বাচন আসন্ন বলেই বিজেপি দল পাঠিয়েছে বলে দাবি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর। বিজেপিকে কটাক্ষ করে তাঁর প্রশ্ন, মণিপুর বা কুম্ভে কেন প্রতিনিধি দল পাঠায়নি বিজেপি? 
  • Link to this news (বর্তমান)