৩ শতাংশ ডিএ বৃদ্ধিতে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার
বর্তমান | ০৪ অক্টোবর ২০২৫
নয়াদিল্লি: দীপাবলির আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর। বৃহস্পতিবার আরও তিন শতাংশ ডিএ ও ডিআর বৃদ্ধিতে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, মোট ৪৯ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও ৬৯ লক্ষ পেনশনপ্রাপক এই সুবিধা পাবেন। খরচ হবে বছরে ১০ হাজার ৮৪ কোটি টাকা। ১ জুলাই থেকে এই ডিএ ও ডিআর কার্যকর হবে। মন্ত্রিসভা জানিয়েছে, সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী এই নতুন ভাতা ঘোষণা করা হয়েছে । গত মার্চ মাসে আরও দু’শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছিল কেন্দ্র। ফলে এই ভাতার পরিমাণ দাঁড়িয়েছিল ৫৫ শতাংশ। এবার বেড়ে হল ৫৮ শতাংশ। প্রতি বছরই সাধারণত সেপ্টেম্বর মাসে ডিএ ঘোষণা করে কেন্দ্র।