পোস্টাল স্ট্যাম্প থেকে কয়েন, সংঘকে তুষ্ট করতে মরিয়া মোদি
বর্তমান | ০৪ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিনই পালিত হল সংঘের শতবর্ষ। নাগপুরে ১৯২৫ সালে প্রতিষ্ঠিত হওয়া সংঘের শতবর্ষ নিয়ে অবশ্য বিজয়া দশমীর প্রাক্কালেই বুধবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভূয়সী প্রশংসা করেছিলেন সংঘের। শতবর্ষ উপলক্ষ্যে ভারত সরকার প্রকাশ করেছে পোস্টাল স্ট্যাম্প, ১০০ টাকার প্রতীকী মুদ্রা। যে মুদ্রায় ভারতমাতার প্রতিকৃতি। এই প্রথম। সংঘ স্তুতিতে মরিয়া মোদি বলেছেন, ভারতের কাঠামো নির্মাণে সংঘের স্থান বিশেষভাবে চিহ্নিত হয়ে থাকবে। সংঘ বহু আত্মত্যাগ করেছে। তাদের কাছে দেশই অগ্রাধিকার। মোদি আরও বলেছেন, আরএসএস ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছে। কারারুদ্ধ হয়েছিলেন প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেডগেওয়ার সহ অনেকে। এমন নয় যে, সংঘ কোনওদিন কোনও অত্যাচারের সম্মুখীন হয়নি। মোদির সংঘ বন্দনার পরদিন বিজয়া দশমীর ভাষণে সরসংঘচালক মোহন ভাগবত বলেছেন, দেশের যুব সম্প্রদায়কে সতর্ক থাকতে হবে। তাদের প্ররোচিত করার সবরকম চেষ্টা করা হবে। নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কার ধাঁচে জেন জি বিদ্রোহ যাতে ভারতে হয়, তার প্রয়াস চলছে। এই প্ররোচনা থেকে নিজেদের রক্ষা করতে হবে। ভাগবত বলেছেন, একমাত্র গণতান্ত্রিক উপায়েই বদল ঘটতে পারে সরকারের। অন্য কোনও বিদ্রোহ, অরাজকতা বা নৈরাজ্য অস্ত্র হতে পারে না। ভাগবত সংঘের শতবর্ষে বুঝিয়ে দিয়েছেন যে, অনেক আগে থেকইে ভারতের উচিত ছিল স্বদেশির উপর জোর দেওয়া। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক তাহলে ভারতকে কোনওরকম ধাক্কা দিতে পারত না। তাঁর কথায় অন্য কারও উপর নির্ভরশীল হয়ে থাকা পরাধীনতারই নামান্তর। তাই স্বদেশিই একমাত্র মন্ত্র। প্রসঙ্গত, মোদি সবথেকে বেশি জোর দিচ্ছেন স্বদেশির উপর। মোদির স্বদেশি মন্ত্র যে সংঘেরই এজেন্ডা, সেটা প্রমাণ করে দিলেন ভাগবত।