মুম্বই: রিলায়েন্স কমিউনিকেশনস ও তার চেয়ারম্যান অনিল আম্বানির লোন অ্যাকাউন্টকে ‘জালিয়াতি’র তকমা দিয়েছিল এসবিআই। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। যদিও শুক্রবার অনিল আম্বানির সেই আবেদন খারিজ করে এসবিআইয়ের গৃহীত সিদ্ধান্তকেই বহাল রাখল।
রিজার্ভ ব্যাংকের প্রতারণা বিষয়ক গাইডলাইন ও এসবিআইয়ের অভ্যন্তরীণ নীতি মেনে ২০২৫ সালের ১৩ জুন অনিল আম্বানির লোন অ্যাকাউন্টকে ‘ফ্রড’ বলে ঘোষণা করা হয়েছিল। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে গিয়েছিলেন রিলায়েন্স কমিউনিকেশনসের চেয়ারম্যান। তাঁর বক্তব্য ছিল, বিচারের স্বাভাবিক নীতিকে উপেক্ষা করে এসবিআই এই সিদ্ধান্ত নিয়েছে। ‘জালিয়াতি’ ঘোষণার আগে তাঁকে বক্তব্য পেশের সুযোগটুকুও দেওয়া হয়নি। যদিও অনিল আম্বানির সেই বক্তব্য খারিজ করে বম্বে হাইকোর্ট জানিয়েছে, গাইডলাইন মেনেই সিদ্ধান্ত নিয়েছে এসবিআই।