মরশুমের প্রথম তুষারপাত গুলমার্গে, পর্যটক বৃদ্ধির আশায় কাশ্মীরবাসী
বর্তমান | ০৪ অক্টোবর ২০২৫
শ্রীনগর: আফারওয়াত পিক মুড়ে গিয়েছে বরফের চাদরে। ছোট ছোট বাড়ির ছাদে সাদা চাদরের প্রলেপ। দাঁড়িয়ে থাকা গাড়ি, গাছের পাতায় জমে রয়েছে শ্বেতশুভ্র বরফ। বৃহস্পতিবার সকালে কাশ্মীরের অন্যতম স্কি রিসর্ট গুলমার্গের দৃশ্য ছিল এমনই। মরশুমের প্রথম তুষারপাত হল গুলমার্গে। উত্তর কাশ্মীরের বারামুলার অন্যতম এই পর্যটনস্থলে বৃহস্পতিবার প্রথম স্নো-ফলের শোভা উপভোগ করলেন এলাকাবাসী। এবার পর্যটকদের পালা। গত এপ্রিলে পহেলগাঁওয়ে জঙ্গি হানার পর ভূস্বর্গে পর্যটকদের আনাগোনা কমতে শুরু করে। পুজোর মরশুমেও সেভাবে কাশ্মীরে ভিড় জমেনি। তবে এবার প্রথম তুষারপাতের পর পর্যটকদের সাদরে স্বাগত জানাচ্ছে উপত্যকা। পর্যটনের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের দাবি, গুলমার্গের এই অপরূপ শোভাই এবারের শীতে পর্যটকদের টেনে আনবে। আশা করা যাচ্ছে, আগামী কয়েক মাসে আরও বেশি মানুষ কাশ্মীর সফরে আসবেন।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন তুষারপাত, বৃষ্টি হতে পারে। ফলে ধসের আশঙ্কাও রয়েছে। বিশেষ করে অপেক্ষাকৃত উঁচু এলাকার মানুষকে সতর্ক করা হয়েছে। ৫ অক্টোবর রাত থেকে ৭ অক্টোবর সকাল পর্যন্ত উপত্যকার একাধিক জায়গায় ভারী তুষারপাত হবে বলে জানানো হয়েছে। বৃহস্পতিবারের স্নো-ফলে এলাকার তাপমাত্রা অনেকটাই নেমে গিয়েছে।