লখনউ: দুর্গাপুজোর বিসজর্নে মর্মান্তিক পরিণতি। দু’টি পৃথক ঘটনায় আগ্রায় নদীতে তলিয়ে গেল ১৬ যুবক। বিপর্যয় মোকাবিলা বাহিনী সূত্রে খবর, ডুবে যাওয়া এক যুবককে উদ্ধার করেছে বাহিনীর সদস্যরা। পাশাপাশি তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ ১৩ জন। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাচ্ছে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী।
প্রথম ঘটনাটি ঘটেছে আগ্রা জেলার খেরাগড় শহরে। উতাঙ্গন নদীতে দুর্গাপ্রতিমা ভাসান দিতে গিয়ে তলিয়ে যায় কুশিয়াপুর গ্রামের ১৪ যুবক। প্রত্যক্ষদর্শীদের মতে, প্রতিমা নিয়ে নদীতে নামতেই স্রোতে ভেসে যান ওই যুবকরা। উপস্থিত অন্যরা তাঁদের সাহায্য করতে এগিয়ে এলেও লাভ হয়নি। যুবকদের বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পড়েন মদন সিং নামে এক পুলিশ আধিকারিক। এক যুবক ছাড়া আর কাউকে বাঁচানো সম্ভব হয়নি। পরে ডুবুরিরা নদী থেকে তিন যুবকের দেহ উদ্ধার করে। অন্যদিকে, আগ্রার কারভনা গ্রামে তাজগঞ্জ এলাকায় বিসর্জনে গিয়ে দুর্ঘটনার মুখে পড়েন সাত যুবক। পাঁচজন বাঁচলেও দু’জনের খোঁজ মেলেনি।