নয়াদিল্লি: ১৯ অক্টোবর পারথে শুরু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ। তার দল নির্বাচন শনিবার। প্রত্যাশামতোই অধিনায়ক থাকছেন রোহিত শর্মা। দলে থাকবেন বিরাট কোহলিও। দুই মহাতারকাই এখন শুধু পঞ্চাশ ওভারের ফরম্যাটে খেলেন। মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফির সাত মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছেন রোহিত-বিরাট। অজিত আগরকরের নেতৃত্বে জাতীয় নির্বাচকদের অবশ্য চিন্তায় রাখছে চোট-আঘাত। হার্দিক পান্ডিয়ার কোয়াড্রিসেপসে চোট। পায়ের চোট এখনও সারেনি ঋষভ পন্থেরও। অন্যদিকে, টানা খেলতে থাকা গিলকে বিশ্রাম দেওয়ার ভাবনা রয়েছে। মাথায় রাখতে হচ্ছে বুমরাহর ওয়ার্কলোডও। ডনের দেশে ওডিআই এবং টি-২০ সিরিজের পরই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ।