• গাজোলের আলালে ২৫ ফুটের বিশালাকার লক্ষ্মী ও নারায়ণের মূর্তি ‘চলো পাল্টাই’ ক্লাবে
    বর্তমান | ০৪ অক্টোবর ২০২৫
  • সংবাদদাতা, পুরাতন মালদহ: গাজোলের আলালে চলো পাল্টাই ক্লাবে এবারও বিগ বাজেটের লক্ষ্মীপুজো হচ্ছে। পুজো মণ্ডপে বিশালাকার ২৫ ফুটের লক্ষ্মী এবং নারায়ণ প্রতিমা তৈরি হচ্ছে। পুজো মণ্ডপে প্রবেশ করলেই দেখা যাবে, পঞ্চমুখী বিরাট সাপের নীচে শয়ন করছেন নারায়ণ। তাঁর পায়ের কাছে বসে দেবী লক্ষ্মী। আগামী ৬ অক্টোবর পুজো মণ্ডপের উদ্বোধন হবে। পুজো উপলক্ষ্যে আলাল হাইস্কুল মাঠে বসবে তিনদিনের মেলা। ক্লাবকর্তাদের দাবি, উত্তরবঙ্গের মধ্যে সবথেকে বড় লক্ষ্মী পুজো এখানেই হয়। পুজো উপলক্ষ্যে তিনদিনের মেলায় প্রচুর মানুষ আসেন। আলাল হাইস্কুল মোড় থেকে পুজোমণ্ডপ পর্যন্ত ৫০০ মিটার রাস্তা বাহারি আলোয় সেজে উঠেছে।

    গাজোল সদর থেকে ১০ কিমি দূরে আলাল গ্রাম। সেখানে ২০১১ সাল থেকে চলো পাল্টাই ক্লাবের উদ্যোগে লক্ষ্মীপুজো শুরু হয়। শুরু থেকেই এই ক্লাব বিগ বাজেটের পুজো করে। ক্লাবের সদস্য বিশাল সাহা জানান, শুরু থেকে এখানে লক্ষ্মীর বিশালাকার প্রতিমা বানিয়ে চমক দেওয়া হয়। কয়েক বছর আগে ৪২ ফুটের প্রতিমা, ২৫ হাতের মা লক্ষ্মী বানানো হয়েছিল। থিমও হয়েছে বেশ কয়েকবছর। বৃন্দাবনে মা লক্ষ্মী, ফুলের মধ্যে দেবী, লক্ষ্মী-নারায়ণের বিয়ে, ভারতের বিশ্বকাপ জয় সহ নানা থিমে ইতিমধ্যে নজর কেড়েছে মালদহের গাজোলের এই ক্লাব। এবারও বিশালাকার প্রতিমা দেখতে মানুষের ঢল নামবে বলে আশা উদ্যোক্তাদের। ক্লাবের সদস্য বিশাল বলেন, এবারও বিগ বাজেটের লক্ষ্মী পুজো হবে। যা উত্তরবঙ্গের মধ্যে অন্যতম। আমাদের পুজোর বাজেট পাঁচ লক্ষাধিক। মণ্ডপে থাকবে একাধিক কাজ। থাকবে বাহারি আলো।  চলছে মূর্তি তৈরি।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)