• উত্তরে কার্নিভালের আকাশে বৃষ্টির ভ্রুকুটি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে লাল সতর্কতা
    বর্তমান | ০৪ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: কার্নিভালের দিনেও উত্তরবঙ্গজুড়ে বৃষ্টির প্রভাব থাকবে। কোনও কোনও জেলাতে আবার ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, পাহাড় সহ সমতলের সবক’টি জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ, শনি ও রবিবার বেশিরভাগ জেলাতে কমলা সতর্কতা দেওয়া রয়েছে। তবে আলিপুরদূয়ার ও জলপাইগুড়ি জেলাতে এই দু’দিন লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। সব মিলিয়ে কার্নিভালের দিন উত্তরবঙ্গজুড়ে আকাশের মুখ ভার থাকবে। 

    প্রবল বৃষ্টিপাতের জেরে কার্নিভালের আনন্দও ফিকে হওয়ার সম্ভাবনা থাকছে। পুজোর আগে থেকেই বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর। তবে অষ্টমী পর্যন্ত বৃষ্টি হয়নি। নবমী থেকে বৃষ্টি শুরু হয়। দশমীর রাতেও শিলিগুড়ি সহ উত্তরের বিভিন্ন জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। অনেক পুজো উদ্যোক্তারা প্রতিমা বিসর্জন দিতে গিয়ে সমস্যায় পড়েন। তবে অনেকেই আশা করেছিলেন হয়তো কার্নিভালের দিন ঝকঝকে আকাশ পাবেন। আবহাওয়া দপ্তরের দাবি, একাদশী ও দ্বাদশীর দিনেও বৃষ্টিপাত হবে। জলপাইগুড়ি ও আলিপুরদূয়ারের প্রশাসনকে আরও বেশি করে বৃষ্টি ভাবাচ্ছে। সেখানকার কার্নিভাল নির্বিঘ্নে সম্পন্ন করাই বর্তমানে চ্যালেঞ্জ প্রশাসনের। 

    এ বিষয়ে সিকিম আবহাওয়া দপ্তরের বিশেষজ্ঞ গোপীনাথ রাহা বলেন, মূলত বঙ্গোপসাগরের থেকে হাওয়া এদিকে আসায় যথেষ্ট পরিমাণে জলীয় বাষ্প তৈরি হচ্ছে। সেই জলীয় বাষ্প থেকেই বৃষ্টিপাত হচ্ছে। আগামী দু-তিনদিন উত্তরবঙ্গজুড়ে মাঝারি থেকে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদূয়ার জেলাতে লাল সতর্কতাও জারি করা হয়েছে।
  • Link to this news (বর্তমান)