• দশমীর রাতে শাসক দলের দুই কর্মীকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
    বর্তমান | ০৪ অক্টোবর ২০২৫
  • সংবাদদাতা, দেওয়ানহাট: পুজো মিটতে না মিটতেই ফের অশান্ত ভেটাগুড়ি।  মারধর, বাড়ি-বাইক ভাঙচুর কিছুই বাদ যায়নি। ফলে ফের নতুন করে দিনহাটার ভেটাগুড়িতে গণ্ডগোল শুরু হওয়ায় উৎকণ্ঠায় এলাকার বাসিন্দারা। 

    অভিযোগ, বৃহস্পতিবার দশমীর রাতে ভেটাগুড়িতে তৃণমূলের দুই কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেয় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। জখম দুই তৃণমূল কর্মীর নাম নরেশ বর্মন ও তপন বর্মন। রাতেই তাঁদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দেওয়ানহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ভেটাগুড়িতে। এরপর শুক্রবার সকালে ক্ষিপ্ত তৃণমূল কর্মীরা অভিযুক্ত এক দুষ্কৃতীকে আটক করে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছে। বিজেপির অভিযোগ, দলীয় চারজন কর্মীর বাড়িতে ভাঙচুর চালানো হয়। যদিও তৃণমূলের তরফে ওই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে চাপা উত্তেজনা রয়েছে এলাকায়।  

    তৃণমূলের অভিযোগ, ভেটাগুড়ি সবজি বাজারে একটি দুর্গাপুজো হয়। দশমীর রাতে ওই পুজো কমিটির জেনারেটরটি কয়েকজন বিজেপির দুষ্কৃতী নিয়ে যাওয়ার চেষ্টা করে। সেখানে দুই তৃণমূল কর্মী মণ্ডপ পাহারার দায়িত্বে ছিলেন। তাঁরা বাঁধা দিলে তাঁদের মারধর করা হয়। একজনের মাথা ফেটে যায়। শান্ত ভেটাগুড়িকে বিজেপি ফের অশান্ত করতেই পরিকল্পনা করে তৃণমূলের দুই কর্মীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। 

    তৃণমূল কংগ্রেসের ভেটাগুড়ি ২ অঞ্চল সভাপতি সুনীল রায় সরকার বলেন, এদিন রাতে বিজেপির দুষ্কৃতীরা এসে পুজো মণ্ডপে থাকা আমাদের দুই কর্মীকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে। আসলে অনেক দিন ধরেই ভেটাগুড়ি শান্ত রয়েছে। তাই বিজেপি এই শান্ত এলাকাকে আবার অশান্ত করার চেষ্টা করছে। থানায় অভিযোগ জানানো হয়েছে। বিজেপির লোকেদের বাড়ি ভাঙচুরের সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। নিজেদের দোষ ঢাকতেই নিজেরাই ঘটনা ঘটিয়ে তৃণমূলের নামে মিথ্যা দোষ দেওয়ার চেষ্টা করছে।

    বিজেপির জেলা সাধারণ সম্পাদক বিরাজ বোস বলেন, তৃণমূলের লোকজন দিনের বেলায় আমাদের দলের কর্মী-সমর্থকদের বাড়িতে গিয়ে হামলা চালিয়েছে। বাড়ি ভাঙচুর করে জিনিসপত্র নিয়ে গিয়েছে তারা। নিজেদের গোষ্ঠী কোন্দলকে বিজেপির উপর চাপিয়ে দিয়ে এখন থেকেই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। 

    দিনহাটা থানার পুলিশ জানিয়েছে, তৃণমূল কর্মীদের মারধরের ঘটনায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম দীপঙ্কর বর্মন। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
  • Link to this news (বর্তমান)