• পুজো শেষ হতেই ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করল তৃণমূল
    বর্তমান | ০৪ অক্টোবর ২০২৫
  • সংবাদদাতা, দিনহাটা: দুর্গাপুজো শেষ হতেই ফের রাজনৈতিক মাঠে ঝাঁপিয়ে পড়ল তৃণমূল কংগ্রেস। বছর ঘুরলেই বিধানসভা ভোট। তাই আর সময় নষ্ট না করে ভোটের আগে সংগঠনকে আরও মজবুত করতে এবার থেকেই ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করল দল। ১০ অক্টোবর কোচবিহার জেলা তৃণমূলের পক্ষ থেকে শুরু হচ্ছে বিজয়া সম্মিলনি। মোট ন’টি বিধানসভায় ধারাবাহিকভাবে আয়োজিত হবে ২৩টি বিজয়া সম্মিলনি। ২০ অক্টোবর মাথাভাঙার হাজরাহাটে শেষ সম্মেলনের মাধ্যমে কর্মসূচির পরিসমাপ্তি হবে।

    দলীয় সূত্রে খবর, ১০ অক্টোবর কোচবিহার শহরে হবে জেলার প্রধান বিজয়া সম্মিলনি। বুথ সভাপতি থেকে শুরু করে জেলার শীর্ষ নেতৃত্ব পর্যন্ত সকলেই থাকবেন এই সভায়। সেখানেই নির্ধারিত হবে বিধানসভাভিত্তিক পরবর্তী কর্মসূচি ও রাজনৈতিক রণকৌশল। জেলা নেতৃত্ব জানিয়েছেন, পরদিন নাটাবাড়ি বিধানসভায় দু’টি সম্মেলন হবে। ১২ অক্টোবর শীতলকুচি বিধানসভায় দু’টি সম্মেলন নির্ধারিত রয়েছে। ১৩ অক্টোবর সিতাই বিধানসভায় দু’টি সম্মেলন হবে, যেখানে অঞ্চল ও ব্লক কমিটি ঘোষণা করবে তৃণমূল নেতৃত্ব। এরপর ১৪ অক্টোবর কোচবিহার উত্তর ও দিনহাটা বিধানসভা, ১৫ অক্টোবর মেখলিগঞ্জে দু‘টি, ১৬ অক্টোবর কোচবিহার দক্ষিণ, ১৭ অক্টোবর তুফানগঞ্জ, ১৮ অক্টোবর মাথাভাঙা, ১৯ অক্টোবর তুফানগঞ্জ শহরে বিজয়া সম্মিলনি হবে। শেষদিন ২০ অক্টোবর মাথাভাঙার হাজরাহাটে সমাপ্ত হবে এই বিশেষ কর্মসূচি।

    তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলার সাংসদ জগদীশ বসুনিয়া বলেন, সিতাই বিধানসভার বিজয়া সম্মিলনিতে অঞ্চল কমিটি ও ব্লক কমিটি ঘোষণা করা হবে। পাশাপাশি দলীয় কার্যকলাপ ও ভবিষ্যতের প্রস্তুতি সম্পর্কে কর্মীদের বার্তা দেওয়া হবে।

    রাজনৈতিক মহলের মতে, এবারের বিধানসভা ভোটকে সামনে রেখেই তৃণমূল সংগঠনের প্রতিটি স্তরকে সক্রিয় করে তুলতে চাইছে। এবার কোচবিহার জেলায় ৯-০ করার লক্ষ্য নিয়েছে তৃণমূল। সেই লক্ষ্যপূরণের জন্যই পুজো শেষ হতেই জেলার প্রতিটি বিধানসভায় বিজয়া সম্মিলনি কর্মসূচি সাজিয়েছে শাসক দল। 
  • Link to this news (বর্তমান)