• চোপড়া ব্লকজুড়ে শুরু লক্ষ্মীপুজোর প্রস্তুতি
    বর্তমান | ০৪ অক্টোবর ২০২৫
  • সংবাদদাতা, চোপড়া: দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই চোপড়া ব্লকের  বিভিন্ন জায়গায় শুরু হয়েছে দেবী লক্ষ্মীর আরাধনার প্রস্তুতি। এখানকার পুজোগুলির মূল আকর্ষণ মেলা এবং পালাগানের আসর। ব্লকের তিনটি স্থানে এবার লক্ষ্মীপুজোকে কেন্দ্র করে মেলা ও পালাগানের জোর প্রস্তুতি শুরু হয়েছে। এর মধ্যে সোনাপুর গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীডাঙ্গি গ্রামে সর্বজনীন লক্ষ্মীপুজো এবার পা দিচ্ছে ১০১তম বর্ষে। পুজো কমিটির সম্পাদক ভবানন্দ নাথ সিংহ জানান, লক্ষ্মীপুজোর জন্যই এই গ্রামের নাম হয়েছে লক্ষ্মীডাঙ্গি। এই পুজো মূলত রাজবংশী সম্প্রদায়ের কৃষ্টি-সংস্কৃতিকে ধরে রাখতে বিশেষ ভূমিকা নেয়। পুজো হবে সোমবার।

    পুজো কমিটির সভাপতি হরিকান্ত সিংহ বলেন, এলাকার অন্যতম বড় জোহরা মেলা থাকার কারণে এবছর লক্ষ্মীডাঙ্গির মেলা পিছিয়ে দেওয়া হয়েছে। দু’দিনব্যাপী মেলা ও পালাগানের আসর অনুষ্ঠিত হবে আগামী ১১ ও ১২ অক্টোবর। লক্ষ্মীডাঙ্গি প্রাইমারি স্কুল চত্বরে স্থায়ী মন্দির রয়েছে। সেখানেই মেলা ও গানের আসর বসবে। 

    হাপতিয়াগছ গ্রাম পঞ্চায়েতের জাদুগছ এলাকার গোগলাল মোড়ে এবার সর্বজনীন লক্ষ্মীপুজোর ২৫তম বর্ষে। এখানেও দুদিনের মেলা বসবে। সঙ্গে থাকবে পালাগানের আসর। পুজো কমিটির সদস্য বসন্ত সিংহ জানান, মঙ্গলবার রাতভর ও বুধবার পর্যন্ত গানের আসর চলবে। 

    সোনাপুর গ্রাম পঞ্চায়েতের ভক্তিয়াডাঙ্গি এলাকায় শতাব্দী প্রাচীন সর্বজনীন লক্ষ্মীপুজো ঘিরে মঙ্গলবার মেলা বসবে। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান চন্দ্রশেখর সিংহ জানিয়েছেন, প্রায় দেড়শো বছর ধরে এখানে পুজো হচ্ছে। থাকবে পাঁচালি, পালাগানের আসর। স্থানীয় প্রবীণ লোকশিল্পী সুবল গোপ জানান, চোপড়া ব্লকে প্রত্যেকবার পুজোয় মূলত পাঁচালি ও পালাগানের আসর বসে। স্থানীয় লোকসংস্কৃতি টিকিয়ে রাখতে প্রতিবছর এই উদ্যোগ নেওয়া হয়। 
  • Link to this news (বর্তমান)