• ঝাড়গ্রামে জলাশয় থেকে তরুণের দেহ উদ্ধার, দায়ের খুনের মামলা
    বর্তমান | ০৪ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ঝাড়গ্রাম শহর লাগোয়া কেচেন্দা জলাশয় থেকে এক যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম সুরজিৎ নামাতা(১৯)। বাড়ি শহরের গাইঘাটা এলাকায়। বৃহস্পতিবার সকালে রাধানগর গ্ৰাম পঞ্চায়েতের কেচেন্দা জলাশয় থেকে পুলিশ তাঁর দেহ উদ্ধার করে। ঝাড়গ্রামের এসডিপিও শামিম বিশ্বাস বলেন, কেচেন্দা জলাশয় থেকে  এক যুবকের দেহ উদ্ধার হয়েছে। একটি খুনের মামলা রুজু করে ভিডিওগ্রাফির মাধ্যমে ময়নাতদন্ত করা হয়েছে। গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। 

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুরজিৎ ছ’মাস আগে তাঁর প্রেমিকার সঙ্গে পালিয়ে মন্দিরে গিয়ে বিয়ে করেছিল। বিয়ের পর তাঁরা হাওড়ার বাগনানে ছিল। দুই পরিবারের আলাপ আলোচনার পর দু’জনে নিজ নিজ বাড়িতে ফিরে যান। সুরজিতের পরিবারের দাবি, এই ঘটনার এক মাসের মধ্যেই মেয়েটি আবার তাঁদের বাড়িতে চলে আসে। মেয়ের পরিবার পুলিশের সাহায্যে মেয়েটিকে আবার বাড়ি ফিরিয়ে নিয়ে যায়। এই ঘটনায় সুরজিৎ মানসিকভাবে ভেঙে পড়েন। ঘটনার চারমাস পর বৃহস্পতিবার সকালে কেচেন্দা জলাশয় থেকে তাঁর দেহ উদ্ধার হয়। 

    সুরজিতের বাবা বাদল নামাতা বলেন, নবমীর দিন সকালে বাড়ি থেকে বেরিয়ে রাতে আর বাড়ি ফেরেনি । বৃহস্পতিবার সকাল থেকে ছেলের ফোন বন্ধ ছিল। ওইদিন সকালেই ঝাড়গ্রাম থানায় নিখোঁজের অভিযোগ জানাই। ঝাড়গ্রাম থানা থেকে দুপুরে ফোন করে ছেলের দেহ উদ্ধারের খবর দেওয়া হয়। আমার ছেলের সঙ্গে একটি মেয়ের ভালোবাসা ছিল। মেয়ের পরিবারের সদস্যরা ছেলেকে মেরে ফেলার হুমকি দিত। আমরা সন্দেহ করছি ছেলেকে খুন করে বাঁধের জলে ফেলে দেওয়া হয়েছে। পুলিশ তদন্ত করে দোষীদের শাস্তি দিক
  • Link to this news (বর্তমান)