• বৃষ্টিতে ধস, ধনেশ্বরপুর-মোহনপুর রাস্তায় বন্ধ ভারী যান চলাচল
    বর্তমান | ০৪ অক্টোবর ২০২৫
  • সংবাদদাতা বেলদা: দশমীর দুপুর থেকে লাগাতার অতিবৃষ্টিতে মোহনপুরে ধস নামল রাস্তায়। দুর্ঘটনার আশঙ্কায় ধনেশ্বরপুর থেকে মোহনপুর যাওয়ার রাস্তায় ভারী যান চলাচল বন্ধ করে দেওয়া হল। জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর থেকে নিম্নচাপের জেরে চলছে টানা বৃষ্টি। শুক্রবার সকালে মোহনপুর থানার শিয়ালসাই গ্রাম পঞ্চায়েতের শঙ্কর‌আড়া এলাকায় মোহনপুর-ধনেশ্বরপুর রাস্তায় রয়েছে একটি ব্রিজ। মোহনপুর সরকারি কলেজের কাছে ওই ব্রিজের এক পাশের রাস্তায় ধস নামে। অতিবৃষ্টিতে রাস্তার একদিক ধস নেমে বসে যায়। ভারী যান চলাচল করলে যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে, এমন আশঙ্কায় প্রশাসনের তরফে ওই রাস্তায় ভারী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। তারফলে সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষকে। এই রাস্তা দিয়ে প্রতিদিন একাধিক বাস ও লরি যাতায়াত করে। প্রশাসনের নিষেধাজ্ঞার ফলে কলকাতা ও হাওড়াগামী একাধিক বাস ঘুরিয়ে দেওয়া হয়। সমস্যায় পড়েন যাত্রীরা।

    মোহনপুরের বিডিও জয়ন্ত সাহা বলেন, অতি বৃষ্টিতে ব্রিজের এক পাশের রাস্তার মাটি ধসে যাওয়ায় তা বিপজ্জনক হয়ে উঠেছে। সাময়িকভাবে বাস, লরি সহ অন্যান্য বড় গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়। আপাতত টোটো সহ অন্যান্য ছোট গাড়ি এই রাস্তায় যাতায়াত করবে। যাত্রীবাহী বাসগুলি কীভাবে অন্য রুট দিয়ে যাতায়াত করবে, সেই বিষয়ে জেলার সঙ্গে আলোচনা করে পরিকল্পনা করা হচ্ছে।

    এদিন অতি বৃষ্টির ফলে বেলদার বিভিন্ন জায়গায় নিচু এলাকাগুলিতে জল জমে। বেলদার স্টেশন যাওয়ার রাস্তায় হাঁটু সমান জল জমে যাওয়ায় যাতায়াতের সমস্যা হয়। নন্দ মার্কেট সহ একাধিক এলাকায় জল জমে। স্থানীয়দের অভিযোগ, নিকাশি নালার সমস্যার কারণে এই অবস্থা। যদিও প্রশাসনের দাবি, পুজোর আগে নিকাশি নালা পরিষ্কার করা হলেও ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ নিকাশি নালায় ময়লা আবর্জনা ফেলায়, তা ফের মজে গিয়েছে। শীঘ্রই আবার তা পরিষ্কার করা হবে।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)