• প্রয়াত অরিজিতের গুরুজি
    বর্তমান | ০৪ অক্টোবর ২০২৫
  • সংবাদদাতা, লালবাগ: প্রয়াত হলেন বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী বীরেন্দ্রপ্রসাদ হাজারি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। বিজয়া দশমী অর্থাৎ বৃহস্পতিবার সকালে তিনি জিয়াগঞ্জ শহরের দেবীপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি এই সময়ের অন্যতম শ্রেষ্ঠ গায়ক অরিজিৎ সিংয়ের সঙ্গীতগুরু ছিলেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই জেলার সঙ্গীত জগতের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। 

    পণ্ডিত রাজেন্দ্রপ্রসাদ হাজারি, ধীরেন্দ্রপ্রসাদ হাজারির ছোট ভাই ছিলেন বীরেন্দ্রবাবু। জেলা ও বাইরের অনেক ছেলে মেয়ে তাঁদের কাছে গানের তালিম নিয়ে সঙ্গীত জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন। তাঁর প্রতিষ্ঠিত মূর্ছনা সঙ্গীত মহাবিদ্যালয়ে গানের তালিম নিতেন অরিজিৎ সিংয়ের মা। মায়ের হাত ধরে ছোট্ট অরিজিৎ যেতেন গুরুজির কাছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অরিজিৎ সিংয়ের প্রসঙ্গে গুরুজি বলছিলেন, তখন ও(অরিজিত) খুব ছোট, কিন্তু হারমোনিয়ামের দিকে তাকিয়ে থাকত। ওকে ‘সা’ বলতে বললে ‘তা’ বলত। তাঁর এই কথাতেই স্পষ্ট এক প্রকার কোলেপিঠে করে অরিজিৎকে সঙ্গীতের পাঠ দিয়েছেন বীরেন্দ্রবাবু। 

    এহেন সঙ্গীতগুরুর মৃত্যুতে সপরিবারে জিয়াগঞ্জ শ্মশানে উপস্থিত ছিলেন অরিজিৎ। মাস পাঁচেক আগে শিল্পীর অগ্নাশয়ে ক্যান্সার ধরা পড়ে। তখন থেকেই তাঁর চিকিৎসা চলছিল বেঙ্গালুরুতে। কিন্তু, শেষ রক্ষা হল না। অগণিত ছাত্রছাত্রী ও অনুরাগীদের রেখে তিনি পাড়ি জামালেন অন্যলোকে।
  • Link to this news (বর্তমান)