• ওন্দায় ভাড়া বাড়ি থেকে দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার
    বর্তমান | ০৪ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: মহাঅষ্টমীর রাতে ওন্দায় ভাড়া বাড়ি থেকে দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম রাজেশ গোস্বামী(৩০) ও রুপালি গোস্বামী(২৮)। তাঁদের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার বাঘমারি এলাকায়। তবে তাঁরা ওন্দা থানার রামসাগর এলাকায় ভাড়া থাকতেন।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি টেলিকম সংস্থায় চুক্তিভিত্তিক কর্মী হিসেবে কাজ করেন বলে রাজেশ বাড়ির মালিককে জানিয়েছিলেন। সেই সূত্রেই তিনি ওই বাড়ি ভাড়া নিয়েছিলেন। তারপর থেকে মাসখানেক ধরে স্ত্রীকে নিয়ে রাজেশ রামসাগরের তেলিবেড়িয়া রোডের ওই বাড়িতে ছিলেন। অষ্টমীর দিন সন্ধ্যা থেকে ওই বাড়ির আশপাশের লোকজন পচা দুর্গন্ধ পাচ্ছিলেন। সন্দেহ হওয়ায় স্থানীয় বাসিন্দারা ওন্দা থানায় খবর দেন। পুলিশ গিয়ে ওই বাড়ির ভিতর থেকেই গন্ধ বের হচ্ছে বলে নিশ্চিত হয়। বাড়ির দরজায় ভিতর থেকে ছিটকিনি লাগানো ছিল। পুলিশ কর্মীরা দরজা ভেঙে ভিতরে ঢোকেন। শোওয়ার ঘরে দম্পতিকে একই দড়িতে ঝুলতে দেখা যায়। পুলিশ দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।  ওন্দা থানার এক আধিকারিক বলেন, পারিবারিক গণ্ডগোলের জেরে ওই দম্পতি একসঙ্গে আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছি। মৃতদের পরিবারের তরফে এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ থানায় দায়ের হয়নি। আপাতত দু’টি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। লিখিত অভিযোগ জমা পড়লে নির্দিষ্ট ধারায় মামলা রুজু হবে। স্থানীয় এক বাসিন্দা বলেন, ওই দম্পতি পুজো শুরুর আগেই গলায় দড়ি নিয়েছিল বলে অনুমান। দেহে পচন ধরে যাওয়া এলাকায় দুর্গন্ধ ছড়িয়েছিল। ভাড়া বাড়িতে থাকার ফলে ও বাইরের জেলার মানুষ হওয়ার কারণে এলাকার লোকজনের সঙ্গে ওই দম্পতির বিশেষ পরিচয় ছিল না। ফলে কেউ তাঁদের খোঁজও করেনি। তবে বর্তমানে মোবাইল ফোনে পরিবারের সদস্য, আত্মীয়-পরিজন, সহকর্মী ও বন্ধুবান্ধবরা খোঁজ নেন। তিন-চারদিন ধরে তাঁদের মোবাইলে কেউ কি ফোন করেননি? তা করে থাকলে ফোনে না পেয়ে তাঁরা কেনও পুলিশ বা এলাকায় যোগাযোগ করলেন না, তা আমাদের ভাবাচ্ছে। তবে দরজা ভিতর থেকে বন্ধ থাকায় যুগলের মৃত্যুর কারণ নিয়ে তেমন কোনও রহস্য নেই বলেই আমাদের মনে হয়েছে।
  • Link to this news (বর্তমান)