• ডোমকলে বাড়িতে মজুত বোমা বিস্ফোরণে বধূর মৃত্যু
    বর্তমান | ০৪ অক্টোবর ২০২৫
  • সংবাদদাতা, ডোমকল: পুজো মিটতেই ভয়ঙ্কর কাণ্ড ডোমকলে। একাদশীর দিনে বাড়িতে মজুত বোমা বিস্ফোরণের মৃত্যু হল এক গৃহবধূর। মৃতের নাম ছিদ্দাতন খাতুন(৩৭)। শুক্রবার দুপুরে বাড়িতে রাখা বোমাভর্তি প্লাস্টিকের ড্রাম সরাতে যাওয়ায় বিস্ফোরণ ঘটে। এদিকে ঘটনায় বাড়িতে বোমা মজুত রাখায় মৃতার স্বামী গফুর মণ্ডলকে পুলিশ গ্রেফতার করেছে। গফুরের নামে দুষ্কৃতীমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে পড়শি জেলা নদীয়ার একটি থানাতেও বলে খবর পুলিশ জানিয়েছে।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রেশমের পলুর ব্যবসা করে গফুর। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর বছর কয়েক আগে ছিদ্দাতন খাতুনকে বিয়ে করে। বাড়ির পেছনের দিকের একটি ঘরে পলুর সরঞ্জাম মজুত ছিল। এদিন ওই গৃহবধূ বোমা মজুতের বিষয়টি না জেনেই ওই ঘরে থাকা কিছু জিনিস সরাতে যান। আর তখনই সেখানে মজুত বোমা একসঙ্গে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে গুরুতর জখম হন ওই গৃহবধূ। তাঁকে হাসপাতালে না নিয়ে গিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য তড়িঘড়ি ওই গৃহবধূকে পাশের একটি বাড়িতে লুকিয়ে রাখা হয়। এরপর প্রমাণ লোপাটের জন্য সবকিছু স্বাভাবিক করার চেষ্টাও করে গফুর ও তার লোকজন। যদিও খবর পেয়ে পুলিশ ওই গৃহবধূকে উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। 

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, পলুর ব্যবসার পাশপাশি প্রথম পক্ষের ছেলে এলাকার এক দাপুটে নেতার সঙ্গে জমি বেচাকেনার ব্যবসায় যুক্ত। প্রথম পক্ষের ছেলে নদীয়া জেলায় জমি কিনেছিল। সম্প্রতি সেই জমি নিয়ে সেখানকার কয়েকজনের সঙ্গে বড় বিবাদ চলছিল। সেখানে থানায় তাদের বিরুদ্ধে বোমাবাজি ও মারামারির অভিযোগ রয়েছে। 

    মৃতের বউমা সাবিনা বিবি বলেন, কারা লুকিয়ে গোবরের বালতিতে ওই বোমা রেখে গিয়েছিল। আর তা ফেটেই শাশুড়ির মৃত্যু হয়েছে।  

    ডোমকলের এসডিপিও শুভম বাজাজ বলেন, মৃতের স্বামীকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত শুরু হয়েছে। সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
  • Link to this news (বর্তমান)