দুর্গাপুজোর সময়ে পৃথক দুর্ঘটনায় রঘুনাথপুরে ৫ জনের মৃত্যু, জখম ৮
বর্তমান | ০৪ অক্টোবর ২০২৫
সংবাদদাতা, রঘুনাথপুর: দুর্গাপুজোয় ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত মানুষ আনন্দে মেতে ওঠে। কিন্তু, কয়েকটি দুর্ঘটনায় রঘুনাথপুর মহকুমাজুড়ে বিষাদের সুর নেমে আসে। পৃথক দুর্ঘটনায় মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি আটজন জখম হয়েছেন।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পোস্টমাস্টারের মৃত্যু: রবিবার ষষ্ঠীর রাতে সাঁতুড়ির রামচন্দ্রপুর গ্রামের বাড়িতে লাইট লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অমিত মোদকের(২০) মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অমিত প্রায় ১১ মাস আগে আসানসোলের গৌরাঙ্গডি পোস্টঅফিসে পোস্টমাস্টার হিসেবে কাজে যোগদান করেছিলেন। ওইদিন রাতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্যরা তাঁকে মুরাডি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
পুকুরের জলে ডুবে মৃত্যু: সপ্তমীর দিন রঘুনাথপুর থানার বরাকানালি গ্রামে পুকুরে স্নান করতে গিয়ে নয়ন বাউরি(২৯) নামে এক যুবকের মৃত্যু হয়। ওইদিন দুপুরে নয়নবাবু গ্রামের কাছেই একটি পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যান। তাঁকে উদ্ধার করে চেলিয়ামার বান্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
প্রৌঢ়ের অস্বাভাবিক মৃত্যু: সপ্তমীর দিনই রঘুনাথপুর থানার চেলিয়ামার বাসিন্দা সঞ্জয় যোগীর(৪৬) অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ওইদিন সঞ্জয়বাবু বাড়ির মধ্যে পড়ে গিয়ে জখম হন। পরিবারের সদস্যরা তাঁকে চিকিৎসার জন্য রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পথ দুর্ঘটনায় রেশন ডিলারের মৃত্যু: সপ্তমীর রাতে রঘুনাথপুর থানা এলাকায় পথ দুর্ঘটনায় মথনচন্দ্র কিস্কু (৫৭) নামে এক রেশন ডিলারের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি আদ্রা থানার মৈশরাডি গ্রামে। ওইদিন মথনবাবু রঘুনাথপুর গিয়েছিলেন। রাতে সাইকেল নিয়ে পুরুলিয়া -বরাকর রাজ্য সড়ক ধরে বাড়ি ফিরছিলেন। শাকা রেলগেটের কাছে হঠাৎ একটি বাইক তাঁকে ধাক্কা মারে। ঘটনায় মথনবাবু ও বাইক চালক গুরুতর জখম হন। তাঁদের উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
বাজ পড়ে যুবকের মৃত্যু: মঙ্গলবার অষ্টমীর দিন রঘুনাথপুর থানার পোড়াডি গ্রামে বাজ পড়ে রাহুল ধীবরের(২৪) মৃত্যু হয়। ওইদিন দুপুরে রাহুল বাড়ির ছাদে দাঁড়িয়েছিলেন। সেই সময় বজ্রপাতে তিনি গুরুতর জখম হন। দ্রুত তাঁকে বান্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
চার চাকা উল্টে গুরুতর জখম ৮: বৃহস্পতিবার বিজয়া দশমীর দিন নিতুড়িয়া থেকে প্রতিমা দেখে ফেরার সময় রঘুনাথপুর থানার লছমনপুরের কাছে একটি চার চাকা দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনায় গাড়িতে থাকা আটজন জখম হন। খবর পেয়ে স্থানীয় কয়েকজন যুবক তাঁদের উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান।