• শহরতলিতে আজই পুজো কার্নিভাল, কল্যাণীতে এখনও চলছে ঠাকুর দেখা
    বর্তমান | ০৪ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: কলকাতায় পুজোর কার্নিভাল রবিবার। তার আগেই আজ, শনিবার শহরতলির বিভিন্ন এলাকায় আড়ম্বরের সঙ্গে পালিত হতে চলেছে দুর্গা কার্নিভাল। তালিকায় রয়েছে উলুবেড়িয়া, বারাকপুর, বনগাঁ, বারাসত, হাওড়া, বারুইপুর, বসিরহাট। ফলে শহরতলিজুড়ে এখনও পুরো দমে রয়ে গিয়েছে উত্সবের আমেজ। দশমীর পরেও বিভিন্ন এলাকায় চলছে ঠাকুর দেখা। 

    হাওড়া (গ্রামীণ) জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আজ বিকেলে উলুবেড়িয়া পুরসভার সামনে থেকে শুরু হয়ে কার্নিভাল যাবে মহকুমা শাসকের দপ্তর পর্যন্ত। মোট ১৫টি পুজো কমিটি অংশ নিচ্ছে এই কার্নিভালে। এদিন বিকেলেই হাওড়া শহরের গ্র্যান্ড ফোরশোর রোড থেকে কার্নিভাল শুরু হবে। অংশ নেবে ১০টি পুজো কমিটি। হুগলি জেলার পুজো কার্নিভাল হবে শ্রীরামপুরে। মোট ১৭টি বারোয়ারি শোভাযাত্রায় অংশ নেবে। তার মধ্যে ১২টি শ্রীরামপুরের, উত্তরপাড়ার দু’টি, কোন্নগর, বৈদ্যবাটি ও আরামবাগ থেকে একটি করে বারোয়ারি পুজো কমিটি অংশ নিচ্ছে। বারাসত, বনগাঁ, বসিরহাট, বারাকপুরেও প্রশাসনের উদ্যোগে পুজো কার্নিভাল অনুষ্ঠিত হবে। বারাসতের চাঁপাডালি মোড় থেকে শুরু হওয়া কার্নিভালে অংশ নেবে ১৩টি পুজো কমিটি। বারাকপুর চিড়িয়া মোড়ে বিকেলে শুরু হবে কানির্ভাল। অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীর উদ্যোগে শুক্রবারই কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরেও এদিন হবে কার্নিভাল। বারুইপুর সহ সোনারপুর, ভাঙড়ের ১৫-২০টি পুজো কমিটি এতে অংশ নেবে বলে খবর। মথুরাপুর লোকসভার কার্নিভাল হবে রায়দিঘির শ্রীমন্তী বাজারে। জয়নগর লোকসভার কার্নিভাল অনুষ্ঠিত হবে জয়নগর ২ নম্বর ব্লকের তুলসিঘাটা পেট্রল পাম্প সংলগ্ন এলাকায়। ক্যানিং, কুলতলির পুজো কমিটিগুলি অংশ নেবে এখানে। ডায়মন্ডহারবার লোকসভার কার্নিভাল অনুষ্ঠিত হবে বাটানগরে। বনগাঁয় কার্নিভালে অংশ নেবে ১০টি পুজো কমিটি। 

    এদিকে, পঞ্জিকার দিনক্ষণ মেনে পুজো শেষ হলেও ঠাকুর দেখা এখনও চলছে। বিগত কয়েক বছরের তুলনায় এবার পুজোর দিনগুলিতে কল্যাণীতে ভিড় সামান্য কম ছিল। তবুও ভিড় লেগে রইল দশমীর দিন সন্ধ্যে থেকে গভীর রাত পর্যন্ত। দশমী ও একাদশীতে শহরের বেশ কিছু ছোটো-বড়ো পুজোর প্রতিমা নিরঞ্জন হয়েছে। সেই পর্ব নির্বিঘ্নে সম্পন্ন করতে শুক্রবার বিকেলের পর থেকে কল্যাণী লুমিনাস ক্লাবের মণ্ডপ দর্শন ও আলোর কারসাজি বন্ধ রাখা হয়। উদ্যোক্তারা জানিয়েছেন, শনিবার পুনরায় মণ্ডপ দর্শন করা যাবে। পুজোর দিনগুলিতে রাস্তায় অশালীন আচরণের জন্য বনগাঁ পুলিশ শতাধিক যুবককে গ্রেপ্তার করেছে।

    তবে পুজোয় প্রশাসনের তরফে দেওয়া ‘কার পাস’ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বাসিন্দারা। তাঁদের অভিযোগ, প্রশাসনের দেওয়া পাস নিয়ে ভিড়ে ঠাসা শহরের রাস্তায় দাপিয়ে বেড়িয়েছে বাইক বাহিনী। সূত্রের খবর, পুজোয় আপৎকালীন যাতায়াতের জন্য প্রশাসনের পক্ষ থেকে এ বছর বেশ কয়েক হাজার কার পাস দেওয়া হয়েছিল বনগাঁয়। সেগুলিই জনপ্রতিনিধি কিংবা শহরের বিশিষ্ট লোকজন মারফত পৌঁছে গিয়েছে বিভিন্ন হাতে। 
  • Link to this news (বর্তমান)