• সিইও অফিসে দুই আধিকারিককে নিয়োগ কমিশনের
    বর্তমান | ০৪ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গের রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে (সিইও অফিস) দু’জন নয়া আধিকারিক নিয়োগ করল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার একজন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক ও একজন যৌথ মুখ্য নির্বাচনী আধিকারিক নিয়োগের কথা বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে তারা।  

    অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক পদে নিযুক্ত হয়েছেন ২০১১ ব্যাচের আইএএস অফিসার অরুণ প্রসাদ। আর যৌথ মুখ্য নির্বাচনী আধিকারিকের পদে নিযুক্ত হয়েছেন ২০১৩ ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস অফিসার হরিশঙ্কর পানিকর। এই দুই আধিকারিক আসানসোল-দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির কার্যনির্বাহী কর্তা ও রাজ্য অর্থ দপ্তরের বিশেষ সচিবের দায়িত্ব সামলেছেন। সম্প্রতি এই দু’টি পদে নিয়োগের জন্য রাজ্য সরকারকে নামের তালিকা পাঠাতে বলেছিল কমিশন। সেই তালিকা থেকেই এই দুই আধিকারিককে নিয়োগে ছাড়পত্র দিয়েছে কমিশন। যদিও ডেপুটি চিফ ইলেক্টোরাল অফিসারের তিনটি পদ এখনও খালি রয়েছে। ওই পদে নিয়োগের জন্য রাজ্যের থেকে নয়া নাম চেয়েছে কমিশন। বিশেষজ্ঞ মহলের একাংশের মতে, উৎসব মিটলেই রাজ্যে শুরু হবে এসআইআর। তার আগে প্রস্তুতি সেরে রাখতে চাইছে কমিশন। 
  • Link to this news (বর্তমান)