মার্কিন শুল্ক নিয়ে কেন্দ্র এখনও নির্বিকার! খোঁচা অমিত মিত্রের
বর্তমান | ০৪ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর শুল্কের বোঝা কমানোর বিষয়ে কোনও উচ্চবাচ করছেন না। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের অবস্থান প্রসঙ্গে সমাজ মাধ্যমে খোঁচা দিলেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী ও বর্তমানে মুখ্যমন্ত্রী তথা রাজ্য অর্থদপ্তরের প্রধান মুখ্য উপদেষ্টা অমিত মিত্র। বিশ্ববরেণ্য অর্থনীতিবিদ কেইনসের একটি তত্ত্বকে এক্স হ্যান্ডেলে তুলে ধরে তিনি বলেছেন, ঝুঁকি ও অনিশ্চিয়তার মধ্যে পার্থক্য রয়েছে। ভারতীয় সংস্থাগুলি ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থেই প্রতিদিন ঝুঁকির হিসেব কষে। কিন্তু এখন তারা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। কারণ, এদেশের ৮ হাজার ৬৫০ কোটি মার্কিন ডলারের রপ্তানি এখন রীতিমতো হুমকির মুখে।
আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর পর্যায়ক্রমে ভারতীয় পণ্য ও পরিষেবার উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। এখন ব্র্যান্ডেড এবং পেটেন্টযুক্ত ওষুধের উপর ১০০ শতাংশ শুল্ক আরোপের তোড়জোড় চলছে। অমিতবাবুর কথায়, ‘হাউডি মোদি’, ‘ইস বার ট্রাম্প সরকার’ বা ‘নমস্তে ট্রাম্প’ ট্যাগলাইনের সব কূটনীতি আর বন্ধুত্ব এখন
ভেস্তে গিয়েছে। মার্কিন শুল্ক গুঁতোয় এমএসএমই শিল্প এবং তার উপর নির্ভরশীল লক্ষ লক্ষ চাকরি বন্ধ। অথচ এই পরিস্থিতিতে ভারত সরকার এখনও তাদের পরিকল্পনা নিয়ে আলোচনা করছে। তারপর তারা পথ দেখাবে। অর্থাৎ সুরাহা কবে হবে, বা আদৌ হবে কি না, তা এখন ঘোর অনিশ্চয়তার মুখে, বুঝিয়েছেন অমিত মিত্র। তিনি বলেন, কেন্দ্র এখন কৌশলগতভাবে মানুষের মনোযোগ অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। তাঁর প্রশ্ন, এটি কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা নয় কি?