• উচ্চ মাধ্যমিকের পার্ট টু ও পরের বছরের পার্ট ওয়ানের নম্বর বিন্যাস প্রকাশিত, অন্তত ৫০ শতাংশ সরল প্রশ্ন থাকবে
    বর্তমান | ০৪ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উচ্চ মাধ্যমিকের পার্ট ওয়ান পরীক্ষার এমসিকিউ ভিত্তিক প্রশ্ন নিয়ে অভিযোগ উঠেছিল বেশ কিছু বিষয়ে। প্রশ্ন দীর্ঘায়িত হওয়ার পাশাপাশি কিছু ক্ষেত্রে কঠিন হওয়ার অভিযোগও জানিয়েছিল পরীক্ষার্থীদের একাংশ। তাই এবার বিপত্তি এড়াতে, আগামী পার্ট ওয়ান পরীক্ষার জন্য প্রশ্নের আদর্শ নম্বর বিন্যাস এবং প্রশ্নের ধরন প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রশ্নকর্তারা যাতে সেটা মেনে চলেন, সেই নির্দেশও দেওয়া হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, পুরো প্রশ্নপত্রে মোট প্রশ্নের ৫০ শতাংশ হতে হবে সহজ। ৩০ শতাংশ প্রশ্ন হবে একটু জটিল। আর ২০ শতাংশ প্রশ্ন থাকবে বিশেষ মেধাবীদের জন্য।

    এমসিকিউ প্রশ্নে কী ধরনের বিকল্প থাকবে, সেটাও উল্লেখ করে দেওয়া হয়েছে। শূন্যস্থান পূরণ, সারণি মেলানো, সত্যি-মিথ্যা বা ট্রু-ফলস নিয়ে মোট সাত ধরনের প্রশ্ন থাকবে পার্ট ওয়ানে। প্রতিটি বিষয় ধরে সেগুলির মডেল প্রশ্নও তুলে দেওয়া হয়েছে। তবে শুধু পার্ট ওয়ানই নয়, ফেব্রুয়ারিতে হতে চলা উচ্চ মাধ্যমিক ২০২৬-এর পার্ট টু পরীক্ষার নম্বর বিন্যাসও প্রকাশ করেছে সংসদ। আগেই বলা হয়েছিল, প্রত্যেক প্রশ্নেই দুটি বিকল্প রাখতে হবে। প্রশ্ন বড়ো হোক বা ছোটো, সর্বত্রই এই ২x ফর্মুলা কার্যকর হবে। অর্থাৎ, সুনির্দিষ্টভাবে একটি প্রশ্নের উত্তর করতেই হবে, এমন বাধ্যবাধ্যকতা রাখাই যাবে না ফাইনাল সেমেস্টারের প্রশ্নে।

    বিষয় ভেদে প্রশ্নপত্রের ধরন অবশ্য পাল্টাবে। কোনও বিষয়ে বেশি বড়ো প্রশ্ন থাকবে। আবার কোনও বিষয়ে সেটা কম হবে। এক্ষেত্রে অ্যাকাউন্টেন্সি এবং এগ্রিকালচারের মধ্যে তুলনামূলক আলোচনা করা যেতে পারে। অ্যাকাউন্টেন্সিতে সব মিলিয়ে ২০ নম্বরের ছোট প্রশ্ন থাকবে। আর এগ্রিকালচারে থাকবে ২৭ নম্বরের ছোট প্রশ্ন। প্রজেক্ট থাকলে পার্ট টু পরীক্ষা হবে ৪০ নম্বরের। আর প্র্যাকটিক্যাল থাকলে সেটা হবে ৩৫ নম্বরের। সেই অনুযায়ী নম্বর বিন্যাসও পালটাবে। 
  • Link to this news (বর্তমান)