• বিধানসভা ভোট: বালুকে বিশেষ দায়িত্ব মমতার?
    বর্তমান | ০৪ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তর ২৪ পরগনা জেলার পোড়খাওয়া তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু। তাঁকে ডেকে আলাদাভাবে কথা বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে বিজয়ার শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন তৃণমূলের সাংসদ, বিধায়ক, জনপ্রতিনিধি, দলীয় কর্মী থেকে সাধারণ মানুষ। গিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয়ও। তাঁকে দেখে আলাদাভাবে ডেকে পাঠান মুখ্যমন্ত্রী। তারপর বালুর কানের সামনে মুখ নিয়ে গিয়ে মুখ্যমন্ত্রীকে কিছু বলতে দেখা যায়। রাজনৈতিক মহল মনে করছে, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সাংগঠনিক বিষয়ে কিছু জরুরি কথা মুখ্যমন্ত্রী তাঁকে বলে থাকতে পারেন। বিধানসভার প্রার্থী সংক্রান্ত কোনও বিষয়েও কথা হতে পারে বলে মনে করছে তারা। সম্ভবত, দিন কয়েকের মধ্যে বালুর উপস্থিতিতে উত্তর ২৪ পরগনা জেলার নেতাদের সঙ্গে বৈঠক করবেন ফিরহাদ হাকিম। যেহেতু বালু এই জেলায় দীর্ঘদিন তৃণমূলের সভাপতি ছিলেন, সেই সূত্রে গোটা জেলাকেই তিনি হাতের তালুর মতো চেনেন। দক্ষ সংগঠক হিসেবেও সুপরিচিত তিনি। রাজ্যের সবথেকে বেশি বিধানসভা আসন (৩৩টি) রয়েছে উত্তর ২৪ পরগনায়। সবক’টি আসনেই জয়ের টার্গেট নিয়ে ভোটযুদ্ধে নামতে চলেছে তৃণমূল। সেই সূত্রেই বালু ও মমতার এই বিশেষ কথোপকথন নজর কেড়েছে রাজনৈতিক মহলের।
  • Link to this news (বর্তমান)