• ৯-১০ অক্টোবর ফের নিম্নচাপ! বৃষ্টিপাত বাড়বে পূর্ব ভারতেও
    বর্তমান | ০৪ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজোর শুরু এবং শেষ, উভয় পর্বেই বঙ্গোপসাগরে তৈরি হওয়া দুটি শক্তিশালী নিম্নচাপ দক্ষিণ ওড়িশা-উত্তর অন্ধ্র উপকূল দিয়ে স্থলভূমিতে প্রবেশ করলেও রাজ্যে পরোক্ষ প্রভাব ফেলে। এর  জন্য রাজ্যজুড়ে বৃষ্টিপাত বেড়ে যায়। বিশেষ করে বৃহস্পতিবার দশমীর সকালে ওড়িশার গোপালপুরের লাগোয়া এলাকা দিয়ে যে অতিগভীর নিম্নচাপটি উপকূল অতিক্রম করে, তার প্রভাবে আগেরটির তুলনায় দক্ষিণবঙ্গে নবমী-দশমীর দিন বৃষ্টি বেশি হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ৯-১০ অক্টোবর নাগাদ উত্তর বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। এটির প্রভাব  কোথায় বেশি  পড়বে সেই ব্যাপারে নির্দিষ্টভাবে কিছু বলেনি আবহাওয়া দপ্তর। তবে তারা জানিয়েছে, এই নিম্নচাপটির জন্য পূর্ব, উত্তর-পূর্ব ভারত ও বাংলাদেশে বৃষ্টি বাড়বে। কোথাও কোথাও স্থানীয় পর্যায়ে বন্যা, ধস নামা প্রভৃতি হতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, এই নিম্নচাপটির গতিপ্রকৃতি কী হয় সেদিকে নজর রাখা হবে। তবে আপাতত মনে হচ্ছে, আগের দুটি নিম্নচাপের তুলনায় এটি কম শক্তিশালী হবে। দক্ষিণবঙ্গে মাত্রাতিরিক্ত বৃষ্টি হবে না বলেই আপাতত মনে হচ্ছে। 

    এদিকে অক্টোবর মাস পড়তেই ঘূর্ণিঝড় তৈরি হওয়া শুরু হয়েছে। এই বছরের বর্ষা পরবর্তী মরশুমের প্রথম ঘূর্ণিঝড় ‘শক্তি’ তৈরি হয়েছে উত্তর-পূর্ব আরব সাগরে। এটি আরও শক্তি বাড়িয়ে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তবে ঘূর্ণিঝড়টি কোন জায়গায় আছড়ে পড়বে বা সমুদ্রের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখবে সেই ব্যাপারে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর শুক্রবার পর্যন্ত কিছু জানায়নি। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা জানিয়েছেন, গত শনিবার ২৭ সেপ্টেম্বর মহাপঞ্চমীর দিন দক্ষিণ ওড়িশা- উত্তর অন্ধ্র উপকূল দিয়ে যে গভীর নিম্নচাপটি স্থলভূমিতে ঢুকে মধ্য ভারতের দিকে যায় সেটি পরবর্তী পর্যায়ে গুজরাত উপকূল হয়ে আরব সাগরে পৌঁছে যায়। সেটি আরব সাগর থেকে আরও জলীয় বাষ্প টেনে শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় শক্তি হয়েছে। 

    বৃহস্পতিবার দশমীর সকালে যে অতিগভীর নিম্নচাপটি ওড়িশা উপকূল দিয়ে স্থলভূমিতে ঢোকে সেটি শুক্রবার ওড়িশার উপর ছিল। এটি সামান্য দুর্বল হয়ে গভীর নিম্নচাপ হয়েছে। নিম্নচাপটি ছত্তিশগড় হয়ে ঝাড়খণ্ডের দিকে সরে যাওয়ার পথে আরও দুর্বল হবে। এর প্রভাবে ওড়িশা, ঝাড়খণ্ডেও প্রচুর বৃষ্টি হচ্ছে। এই নিম্নচাপটির সরাসরি প্রভাব আর  রাজ্যের উপর পড়বে না। তবে পরোক্ষ প্রভাব থাকবে। আজ শনিবার মুর্শিদাবাদ জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার কোথাও কোথাও আজ ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা থাকায় ‘লাল’ সতর্কতা জারি করা হয়েছে। ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টির ‘কমলা’ সতর্কতা থাকছে, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং ও  উত্তর দিানাজপুর জেলার কোনও কোনও জায়গায়।
  • Link to this news (বর্তমান)