• কলকাতা-গুয়াংঝাউ উড়ান পরিষেবা আবার চালু হচ্ছে
    বর্তমান | ০৪ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের চালু হচ্ছে কলকাতা-চীন বিমান পরিষেবা। বিমান সংস্থা ইন্ডিগো বিবৃতি দিয়ে জানিয়েছে, আগামী ২৬ অক্টোবর থেকে কলকাতা-গুয়াংঝাউ বিমান পরিষেবা শুরু হবে। অসামরিক বিমান পরিবহণ সংস্থার তরফে ছাড়পত্র এসেছে। বিমানভাড়া শুরু হচ্ছে ১৪ হাজার ৯৯৮ টাকা থেকে। সহজলভ্য বিমান পরিষেবা উপভোগ করার জন্য সকলের কাছে আবেদন জানিয়েছে বিমান সংস্থাটি। কলকাতা ও চীনের মধ্যে সরাসরি বিমান পরিষেবা শুরু হলে যাত্রীদের প্রভুত সুবিধা হবে বলে দাবি। 

    এদিকে, পুজোর সময় যাত্রীদের রেকর্ড সংখ্যক ভিড় ছিল কলকাতা বিমানবন্দরে। ২৯ সেপ্টেম্বর অর্থাৎ দুর্গাপুজোর সপ্তমীতে কলকাতা বিমানবন্দর থেকে দেশের অভ্যন্তরে বিমান চলাচল করেছে ৩৮০টি। ৪৪টি আন্তর্জাতিক বিমান কলকাতায় আসা-যাওয়া করেছে। সব মিলিয়ে যাত্রী সংখ্যা ছিল ৬০ হাজার ৪৪০। ৩০ সেপ্টেম্বর অর্থাৎ অষ্টমীতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মিলিয়ে কলকাতা থেকে আসা-যাওয়া করেছে ৪১২টি বিমান। তাতে মোট যাত্রী সংখ্যা ছিল ৫৪ হাজার ৮১২ জন। পরদিন অর্থাৎ নবমীতে  কলকাতা বিমানবন্দরে আসা-যাওয়া করা মোট বিমানের সংখ্যা ৪১০। যাত্রীসংখ্যা ছিল ৫৪ হাজার ৩৭৫। দশমী অর্থাৎ ২ অক্টোবর কলকাতা বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ মিলিয়ে মোট ৪০৬টি বিমান যাতায়াত করেছে। যাত্রীসংখ্যা ছিল ৫৫ হাজার ৫৩২। 
  • Link to this news (বর্তমান)