পুজো নিয়ে আপ্লুত সজ্জন, আরও লগ্নির অঙ্গীকার জিন্দালদের
বর্তমান | ০৪ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশের শিল্প উন্নয়নের মানচিত্রে বাংলা হল বিনিয়োগকারীদের কাছে সেরা গন্তব্যস্থল। বাংলার শিল্পবান্ধব পরিবেশটাই আকৃষ্ট করছে শিল্পপতিদের। সেই বার্তাই উঠে এল দেশের অন্যতম উদ্যোগপতি তথা জিন্দাল গোষ্ঠীর কর্ণধার সজ্জন জিন্দালের বক্তব্যে। কলকাতার দুর্গাপুজোয় প্রথমবার সস্ত্রীক অংশগ্রহণ করে আবেগাপ্লুত তিনি। এমনকী, এটাও জানিয়ে দেন, বাংলায় আরও বিনিয়োগ করবে তাঁর সংস্থা।
ইতিমধ্যেই সজ্জন জিন্দালের সংস্থা বাংলায় একাধিক শিল্পে বিনিয়োগ করেছে। আরও বেশ কিছু ভাবনা রয়েছে তাদের। সুরুচি সংঘের পুজোয় এসেছিলেন জিন্দাল গোষ্ঠীর কর্ণধার সজ্জন জিন্দাল। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী সংগীতা। কলকাতার সঙ্গে যে তাঁর পুরনো যোগাযোগ রয়েছে, সেকথাও তিনি জানাতে ভোলেননি। জানালেন, ‘মুম্বইয়ে গণপতি উৎসব হয় মহা ধুমধাম করে। কিন্তু তার থেকেও ব্যাপক মাত্রায় দুর্গাপুজো হয় কলকাতা তথা বাংলায়। আমি মুম্বইয়ে থাকি। সেখানে গণপতি উৎসব দেখি। কিন্তু বাংলার দুর্গাপুজো অন্য মাত্রার। এখানে শিল্পীরা যেভাবে তাঁদের শিল্পকর্ম ফুটিয়ে তোলেন, তা অন্য কোথাও দেখা যায় না।’ ইউনেস্কোর ঐতিহ্যের তালিকায় দুর্গাপুজো স্থান পাওয়ায় খুশি তিনি। বলেন, ‘এটাই হওয়ার ছিল। আমি দুর্গাপুজোয় প্রথমবার কলকাতায় এলাম। দারুণ অভিজ্ঞতা হল। সংগীতা এখানকার মেয়ে। ও অনেকবার দুর্গাপুজো দেখেছে।’
নিজের মোবাইলে দুর্গাপুজোর অসংখ্য ছবি, ভিডিও রেকর্ড করেছেন সজ্জন। তিনি তা উল্লেখ করে বলেন, ‘আমি আমার স্মৃতিতে এগুলি রাখতে চাই। কখনও অবসর সময়ে এইসব ভিডিও দেখব। এই বিষয়গুলি আমার সন্তানদেরও দেখাব।’
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বাংলায় আরও বিনিয়োগের কথা খোলাখুলি জানিয়ে দেন জিন্দাল গোষ্ঠীর কর্ণধার। তাঁর বক্তব্য, ‘বাংলায় আরও বিনিয়োগ করব। অনেক প্ল্যান রয়েছে। তবে সবটাই মা দুর্গার আশীর্বাদের উপর নির্ভর করছে।’