• শিল্ডে আলাদা গ্রুপে দুই প্রধান
    বর্তমান | ০৪ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজোর রেশ এখনও কাটেনি। উৎসবের মরশুমে সফলভাবে আইএফএ শিল্ড আয়োজনে মরিয়া বঙ্গ ফুটবল সংস্থা। শুক্রবার শিল্ডের ষষ্ঠ দল হিসেবে শ্রীনিধি এফসি’কে চূড়ান্ত করল আইএফএ। মোহন বাগান, ইস্ট বেঙ্গল ছাড়াও নামধারী এফসি, ইউনাইটেড স্পোর্টস ও গোকুলাম কেরালা শিল্ডে অংশ নেবে। ছয়টি দলকে দু’টি গ্রুপে ভাগ করা হচ্ছে। শীর্ষে থাকা দুই দল খেতাবি লড়াইয়ে নামবে। সূত্রের খবর, কলকাতার দুই প্রধানকে আলাদা গ্রুপে রেখেই সূচি সাজানো হচ্ছে। সেক্ষেত্রে ফাইনালের আগে ডার্বির সম্ভাবনা নেই। যুবভারতী ছাড়াও কিশোর ভারতী স্টেডিয়াম ও জেলার মাঠে ম্যাচ আয়োজনের পরিকল্পনা আইএফএর।

    এদিকে, মোহন বাগানের লিস্টন, সাহাল ও দীপক টাংরি জাতীয় দলের শিবিরে যোগ দিয়েছেন। ইস্ট বেঙ্গলের আনোয়ার, নাওরেম মহেশও গার্ডেন সিটিতে। অর্থাৎ শিল্ডে গ্রুপ লিগের ম্যাচে তাঁদের পাবেন না দুই প্রধান। এদিকে, কয়েকদিন আগেই ফরাসি ফুটবলার মাধি তালালকে রিলিজ করেছিল ইস্ট বেঙ্গল। তাঁকে সই করাল জামশেদপুর এফসি।
  • Link to this news (বর্তমান)