• পুজোয় ৫০ হাজার কোটি টাকার ব্যবসা
    দৈনিক স্টেটসম্যান | ০৪ অক্টোবর ২০২৫
  • ২০২৪ সালের তুলনায় একলাফে ১০–১৫ শতাংশ বাড়তে চলেছে এবছরের দুর্গাপুজোর অর্থনীতি। বিশেষজ্ঞদের দাবি, সব মিলিয়ে এবার ৪৬–৫০ হাজার কোটি টাকার বাণিজ্য হয়েছে। তবে সঠিক হিসাব এখনও হাতে আসেনি। সংবাদ সংস্থা সূত্রে এমনটাই দাবি করা হয়েছে।

    কর্পোরেট স্পনসরশিপ, শপিং মলে বহু মানুষের সমাগম, ভোগ্যপণ্যের ক্রমবর্ধমান ব্যয় এবং মানুষের মধ্যে ইতিবাচক মনোভাবের কারণে গত বছরের তুলনায় একলাফে বাণিজ্য অনেকটা বৃদ্ধি পেয়েছে। রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, দুর্গা পুজোর অর্থনীতি এবার আরও শক্তিশালী হয়ে উঠেছে। তবে এখনই নির্দিষ্ট কোনও অঙ্ক বলা ঠিক হবে না। সব দপ্তর খোলার পর সঠিক তথ্য পাওয়া যাবে। তবে তিনি আশাবাদী, দুর্গাপুজোর অর্থনীতি আগের বছরের তুলনায় অন্তত ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, এবার বিদ্যুতের চাহিদা ১২ হাজার মেগাওয়াট ছাপিয়ে যেতে পারে। গতবার এর পরিমাণ ছিল ৯ হাজার ৯১২ মেগাওয়াট। এর ফলে এবছর বিদ্যুতের খাতেও লাভ হয়েছে।

    ২০২৪ সালের দুর্গা পুজোয় ব্যবসার অঙ্ক সব মিলিয়ে ৪২ হাজার কোটি টাকার কাছাকাছি ছিল। এবার তা ৫০ হাজার কোটি টাকা ছুঁতে চলেছে বলে ধারণা বিশেষজ্ঞদের। সরকারের পুজোর অনুদানের কারণে অনেকাংশে এই সাফল্য এসেছে বলে মনে করা হচ্ছে। এবছর ৪৫ হাজার পুজো কমিটিকে ১ লক্ষ ১০ হাজার টাকা করে দিয়েছে রাজ্য সরকার। এর ফলে অর্থনীতি আরও উন্নত হয়েছে। পুজোর আগে থেকে আবহাওয়া দপ্তর জানিয়েছিল, এবার পুজোয় বৃষ্টি হবে। সেই মতো বৃষ্টিও হয়েছে। পুজো শুরুর দুই দিন আগেই কলকাতা রেকর্ড বৃষ্টির সাক্ষী থেকেছে। কিন্তু তা সত্ত্বেও ঘরে বসে থাকেনি মানুষ। রাস্তায় নেমে উৎসব উপভোগ করেছে। আর অন্যদিকে লাফিয়ে বেড়েছে বাণিজ্য।

    বিভিন্ন কোম্পানির সঙ্গে পুজো কমিটিগুলির বিজ্ঞাপন সংক্রান্ত চুক্রির ক্ষেত্রেও এবারের রেট অনেকটাই বেশি। বেশিরভাগ কোম্পানি নিজেদের পছন্দের পুজো কমিটিগুলির কাছে অনেক আগেই বিজ্ঞাপনের জন্য হাজির হয়েছেন। শেষ মুহূর্তে যারা এসেছে তাদের বেশি দামে জায়গা বুকিং করতে হয়েছে। পুজোর সময় এই সব বিজ্ঞাপনের হোর্ডিং, ব্যানারে ছেয়ে যায় রাস্তাঘাট। এ বছরও তার অন্যথা হয়নি। তবে বিজ্ঞাপন সংস্থাগুলির দাবি, চলতি বছরে পুজোর সময়ের বিজ্ঞাপনের রেট অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি ছিল। ফোরাম ফর দুর্গোৎসবের সাধারণ সম্পাদক কাজল সরকার জানিয়েছেন, বিখ্যাত পুজো কমিটিগুলি এবার তাদের বিজ্ঞাপনের রেট বাড়িয়েছে। গড়ে প্রায় ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে বিজ্ঞাপনের রেট। অনেক পুজো কমিটির পুজোর বাজেট না বাড়ালেও বিজ্ঞাপনের রেট বাড়িয়ে দিয়েছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)