• কালীপুজো পর্যন্ত বাড়ানো হলো দিঘা-পাঁশকুড়া স্পেশাল লোকালের সময়সীমা
    এই সময় | ০৪ অক্টোবর ২০২৫
  • দুর্গাপুজো শেষ হলেও এখন লম্বা ছুটি। লক্ষ্মী পুজো, কালীপুজো, ভ্রাতৃদ্বিতীয়া— পর পর উৎসব। আর ছুটি মানেই বেড়ানো। কাছাকাছি ঘুরতে যাওয়ার ক্ষেত্রে বাঙালির অন্যতম পছন্দ দিঘা। এত দিন শুধু সমুদ্রস্নানের আনন্দ ছিল, এখন তার সঙ্গে যুক্ত হয়েছে জগন্নাথ দর্শনও। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পরেই যাত্রীদের সুবিধার জন্য এপ্রিল থেকে দিঘা-পাঁশকুড়া রুটে ২টি স্পেশাল লোকাল ট্রেন চালু করেছিল রেল। এ বার, সেই ট্রেন চলাচলের সময়সীমা বাড়ানো হলো।

    পাঁশকুড়া-হলদিয়া দিঘা সাউথ ইস্টার্ন রেলওয়ে প্যাসেঞ্জারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে এই বিশেষ ট্রেনের মেয়াদ বাড়ানোর আবেদন জানানো হয়েছিল। সেই আবেদনে সাড়া দিয়েছেন দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষ। আবারও ০৮১১৭ ও ০৮১১৮ পাঁশকুড়া-দিঘা-পাঁশকুড়া স্পেশাল লোকাল ৩১ অক্টোবর পর্যন্ত চলবে।

    পাঁশকুড়া-হলদিয়া-দিঘা সাউথ ইস্টার্ন রেলওয়ে প্যাসেঞ্জারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক সরোজকুমার ঘড়া জানান, তাঁরা অত্যন্ত খুশি যে, এই ট্রেনের সময়সীমা বাড়ানো হয়েছে। দীপাবলি পর্যন্ত এই ট্রেন চলবে। সংগঠনের দাবি, এখন দিঘায় পর্যটকের সংখ্যা বেড়েছে। ফলে আরও বেশি ট্রেনের প্রয়োজনীয়তা বাড়ছে। হাওড়া পর্যন্ত লোকাল চালানোর দাবিও করেছেন তাঁরা।

    ০৮১১৭ আপ লোকাল ট্রেনটি প্রতিদিন সকাল ৭টায় পাঁশকুড়া স্টেশন থেকে ছেড়ে দিঘা পৌঁছয় সকাল ৯টা ২০ মিনিটে। ০৮১১৮ ডাউন ট্রেনটি সকাল সাড়ে ৯টায় দিঘা ছেড়ে সকাল ১১টা ৫০ মিনিটে পাঁশকুড়ায় ঢোকে। যাত্রাপথে তমলুক, নন্দকুমার, নাচিন্দা, কাঁথি, রামনগর-সহ অন্যান্য স্টেশনেও দাঁড়ায় এই ট্রেনটি। ফলে শুধু দিঘা নয়, যে সমস্ত পর্যটক মন্দারমণি এবং তাজপুর যেতে চান, তাঁদেরও সুবিধা হয়।

  • Link to this news (এই সময়)