• ব্লু এবং গ্রিন লাইনে রাত পর্যন্ত অতিরিক্ত মেট্রো চালানোর ঘোষণা, একনজরে সময়সূচি
    হিন্দুস্তান টাইমস | ০৪ অক্টোবর ২০২৫
  • তিথি মতে দুর্গাপুজো শেষ হলেও উৎসব এখনও চলছে। এই আবহে অনেকেই অপেক্ষা করে রয়েছেন দুর্গাপুজোর কার্নিভালের। আগামী রবিবার অনুষ্ঠিত হতে চলেছে কার্নিভাল। আর সেই কার্নিভাল উপলক্ষে ৫ অক্টোবর রাতেও অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। রিপোর্ট অনুযায়ী, রবিবার ব্লু লাইন

    মেট্রোর তরফ থেকে জানানো হয়েছে, কার্নিভালের জন্য রবিবার বেশি রাত পর্যন্ত ৬টি বিশেষ ট্রেন চালানো হবে। প্রতিটি ট্রেনের মধ্যে ব্যবধান থাকবে প্রায় ২০ মিনিট। এই আবহে বিশেষ মেট্রোর সময়সূচিও ঘোষণা করেছে মেট্রো কর্তৃপক্ষ। দেখে নিন, কখন কখন ছাড়বে এই বিশেষ মেট্রোগুলি:

    শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর : রাত ১০টা ০৩ মিনিট, রাত ১০টা ২৩ মিনিট এবং রাত ১০টা ৪৩ মিনিট।

    দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম : রাত ৯টা ৫৩ মিনিট, রাত ১০টা ১৩ মিনিট, রাত ১০টা ৩৩ মিনিট।

    সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান: রাত ১০টা ২০ মিনিট, রাত ১০টা ৪০ মিনিট এবং রাত ১১টায়।

    হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ: রাত ১০টা ২০ মিনিট, রাত ১০টা ৪০ মিনিট এবং রাত ১১টায়।

    এর আগে মেট্রোর ব্লু লাইনে লাগাতার সমস্যায় ভোগান্তির পোহাতে হয়েছিল নিত্যযাত্রীদের। তবে পুজোর সময় মেট্রো পরিষেবা নির্বিঘ্নে কেটেছিল বলে দাবি মেট্রো কর্তৃপক্ষের। এই আবহে এবার পঞ্চমী থেকে দশমী পর্যন্ত মোট ৪৬.৫৬ লক্ষ যাত্রী মেট্রোয় চড়েছেন। যা সর্বকালের রেকর্ড। পঞ্চমী থেকে দশমীর মধ্যে আগামী ১০ বছর মেয়াদের মোট ১৮ হাজার ৪৯৮টি স্মার্ট কার্ড বিক্রি হয়েছে। ট্যুরিস্ট স্মার্ট কার্ড ইস্যু করা হয় ৬৪৬টি।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)