ইন্টারলকিংয়ের জন্য হাওড়া-শিয়ালদা থেকে বহু ট্রেন বাতিল, রইল পুরো তালিকা
হিন্দুস্তান টাইমস | ০৪ অক্টোবর ২০২৫
বর্ধমান-দুর্গাপুর শাখায় ইন্টারলকিংয়ের কাজের জন্য বাতিল করা হয়েছে একাধিক দূরপাল্লার ট্রেন। ৬ অক্টোবর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত চলবে এই কাজ। এছাড়াও একাধিক মেমু ও ইন্টারসিটি ট্রেনও টানা কয়েক দিন বন্ধ থাকবে। পুরনো লাইন ও সিগন্যালিং আধুনিকীকরণের স্বার্থে তাই যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হবে।
হাওড়া – ভোপাল সাপ্তাহিক এক্সপ্রেস
১২৩৫৭ কলকাতা – অমৃতসর দুর্গিয়ানা এক্সপ্রেস
১৩০২৬ ভোপাল - হাওড়া সাপ্তাহিক এক্সপ্রেস
১৫২৩৪ দ্বারভাঙ্গা - কলকাতা মৈথিলি এক্সপ্রেস
১২৩২৯ শিয়ালদা-আনন্দ বিহার যোগাযোগ ক্রান্তি এক্সপ্রেস
১২৩৩০ আনন্দ বিহার - শিয়ালদা যোগাযোগ ক্রান্তি এক্সপ্রেস
১৩১৬৭ কলকাতা - আগ্রা ক্যান্ট এক্সপ্রেস
২০৯৭৬ আগ্রা ক্যান্ট - হাওড়া চম্বল এক্সপ্রেস
১২৩২৫ কলকাতা – নাঙ্গল ড্যাম গুরুমুখী এসএফ এক্সপ্রেস
১২৩৫৮ অমৃতসর-কলকাতা দুর্গিয়ানা এক্সপ্রেস
১২৩৫৯ কলকাতা - আরা এক্সপ্রেস
১৫২৩৩ কলকাতা - দারভাঙ্গা মৈথিলি এক্সপ্রেস
১৫২৩৬ দারভাঙ্গা – হাওড়া সাপ্তাহিক এক্সপ্রেস
১২১৭৭ হাওড়া – মথুরা চম্বল এক্সপ্রেস
১২৩৬০ আরা – কলকাতা এক্সপ্রেস
১৩০৪৩ হাওড়া – রক্সৌল এক্সপ্রেস
১৩০৪৪ রাক্সৌল - হাওড়া এক্সপ্রেস
১২১৭৬ গোয়ালিয়র - হাওড়া চম্বল এক্সপ্রেস
১২৩২৬ নাঙ্গল ড্যাম - কলকাতা গুরুমুখী এসএফ এক্সপ্রেস