নব্যেন্দু হাজরা: সবে দুর্গাপুজো শেষ হয়েছে। বাকি লম্বা পুজোর মরশুম। সেই আবহেই বর্ধমান-আসানসোল রুটে ইন্টারলকিংয়ের কাজের জন্য একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিল পূর্ব রেল। শুধু ট্রেন বাতিল নয়, একাধিক ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে। অনেক ট্রেনের রুটেরও পরিবর্তন করা হয়েছে। যার ফলে যাত্রী ভোগান্তির আশঙ্কা।
অক্টোবরের ৬ তারিখ থেকে কাজ শুরু হবে। চলবে নভেম্বরের ২৩ তারিখ পর্যন্ত। কাজ চলবে আসানসোল ডিভিশনের বর্ধমান-আসানসোল রুটে। তার জেরে বাতিল করা হয়েছে একাধিক দূরপাল্লার ট্রেন। ২৩ নভেম্বর পর্যন্ত বাতিল ৫৭টি ট্রেন। তার মধ্যে অধিকাংশই এক্সপ্রেস ট্রেন। বেশিরভাগ ট্রেন বাতিল থাকছে নভেম্বর মাসেই। ঘুরপথে চালানো হবে বহু ট্রেন। যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে এক্সপ্রেস ও মিইএমইউ ট্রেনেরও। অন্য রুটে চলবে হাওড়া-মোকামা এক্সপ্রেস,দেওঘর ? হাওড়া ময়ূরাক্ষী এক্সপ্রেস-সহ একাধিক ট্রেন। হাওড়া-রাঁচি শতাব্দী, রাঁচি ? হাওড়া শতাব্দী এক্সপ্রেস, নয়াদিল্লি ? হাওড়া পূর্বা এক্সপ্রেস-সহ একাধিক ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে।
এই বিপুল সংখ্যক ট্রেন বাতিল, ঘুরপথে চলা ও সময়ের পরিবর্তনের ফলে যাত্রাপথে চরম ভোগান্তির মুখে পড়বেন বলে আশঙ্কা যাত্রীদের। উৎসবরে সময় অনেকেই বাড়ি ফেরেন তাঁরা বিপাকে পড়বেন বলে মনে করা হচ্ছে। রেলের একটি সূত্র অবশ্য বলছে, পুরনো লাইন ও সিগন্যালিং আধুনিকীকরণের জন্যই এই সিদ্ধান্ত। কিছুদিন হয়তো ট্রেন চলাচলে সমস্যা হলেও পরে যাত্রা আরও মসৃণ হবে। তবে যাত্রীদের অন্যমত। তাঁরা জানাছেন, রেল অন্য কোনও সময় বেছে নিতে পারত। এই পুজোর মরশুমের আবহেই কেন তা করা হল প্রশ্ন তুলছেন যাত্রীরা।