মন্দিরের চাতাল থেকে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, ডোমজুড়ে ব্যাপক চাঞ্চল্য
প্রতিদিন | ০৪ অক্টোবর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মন্দিরের চাতাল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার যুবকের দেহ। শুক্রবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে হাওড়ার ডোমজুড়ের সলপ বটতলা এলাকায় ব্যাপক চাঞ্চল্য। স্থানীয়দের দাবি, ওই যুবককে খুন করা হয়েছে। তবে কে বা কারা এই ঘটনায় যুক্ত, তা এখনও স্পষ্ট নয়। ডোমজুড় থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসার অপেক্ষায় তদন্তকারীরা।
নিহত কালু মাঝি। বছর বত্রিশের ওই যুবক ডোমজুড়ের সলপ বটতলা এলাকার বাসিন্দা। একাই একটি বাড়িতে থাকেন। বিভিন্ন দোকান এবং কারখানায় কাজ করেন। মাঝেমধ্যে এলাকারই হনুমান মন্দিরে ঘুমোতে যেতেন তিনি। শুক্রবার গভীর রাতে ওই হনুমান মন্দিরের চাতালেই তাঁকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সেই সময় রক্তে ভেসে যাচ্ছিল আশপাশ।
স্থানীয় বাসিন্দারা কালুকে রক্তাক্ত অবস্থায় দেখে আঁতকে ওঠেন। খবর দেওয়া হয় ডোমজুড় থানায়। পুলিশ খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিশ সূত্রে খবর, দেহ উদ্ধারের সময় কালুর কান এবং মাথার পিছন দিয়ে রক্ত বেরতে দেখা গিয়েছে। কীভাবে ওই যুবকের মৃত্যু হল, তা নিয়ে এলাকায় তুমুল উত্তেজনা। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, তাঁকে খুন করা হয়েছে। মাথার পিছনে ভারী কোনও বস্তু দিয়ে আঘাত করা হয়ে থাকতে পারে বলেই মনে করা হচ্ছে। এই ঘটনায় কে বা কারা দায়ী, তা এখনও স্পষ্ট নয়। ডোমজুড় থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। কালুর সঙ্গে কারও শত্রুতা ছিল কিনা, সে বিষয়টিও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে দফায় দফায় কথা বলছে পুলিশ।