• ৪ বছরে ক্ষুদ্র-মাঝারি শিল্পে বাংলায় লগ্নি ১.২৫ লক্ষ কোটি, বিপুল কর্মসংস্থানের সম্ভাবনা
    প্রতিদিন | ০৪ অক্টোবর ২০২৫
  • সন্দীপ চক্রবর্তী: ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বাংলা গত চার বছরে ১.২৫ লক্ষ কোটি টাকার বিনিয়োগ টেনেছে। আর এর মধ্যে উল্লেখযোগ‌্য তথ‌্যপ্রযুক্তি ও উৎপাদনমূলক শিল্প। চলতি আর্থিক বছরে এখনও রাজ্যের জিডিপি বৃদ্ধি প্রস্তাবিত ১০.৫ শতাংশ, যেখানে দেশের ক্ষেত্রে এই জিডিপি বৃদ্ধি ৭.৩ শতাংশ। সম্প্রতি এই তথ‌্য সামনে এসেছে।

    ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বাংলার এই সাফল্যের ক্ষেত্রে রাজ‌্য সরকারের শিল্পবান্ধব নীতিকে মূল কারণ বলে মনে করছেন শিল্প বিশেষজ্ঞরা। প্রকল্পের রূপায়ণে যে তথ‌্য মিলেছে তাতে স্পষ্ট, ৪২ হাজার ৪৪০ কোটি টাকার বিনিয়োগ রূপ পেয়েছে। ২৩ হাজার ২৬০ কোটি টাকার লগ্নি পুনরুজ্জীবিত করা হয়েছে। এছাড়া ৩.৯৯ লক্ষ কোটি টাকার প্রকল্প ভবিষ‌্যতে আসতে পারে বলে মনে করা হচ্ছে। এই তথ‌্য যে রাজ্যের ভাবমূর্তির পক্ষে উজ্জ্বল তা নিয়ে প্রশ্ন নেই।

    এরই মধ্যেই সম্পূর্ণ হওয়ার পথে পূর্ব ভারতের প্রথম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নির্মাণ।এমএসএমই ইপিসি সমীক্ষা অনুযায়ী সব মিলিয়ে ৭৫ হাজারের বেশি কর্মসংস্থান সুনিশ্চিত হতে পারে বাংলার ক্ষুদ্র-মাঝারি শিল্পের নতুন প্রকল্পে। তথ‌্য-প্রযুক্তির যে প্রকল্প এসেছে তার বড় অংশ সল্টলেকের সেক্টর ফাইভে বাস্তবায়িত হচ্ছে। এছাড়াও দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি ও কিছুটা হলদিয়ায় হচ্ছে। সেক্টর ফাইভ বাদে অন‌্যত্র যে বিনিয়োগের ক্ষেত্রে প্রস্তুত হচ্ছে সেটা দিশার লক্ষণ বলে মনে করছেন শিল্পবিশেষজ্ঞরা।

    শিল্পদপ্তর সূত্রে খবর, ওয়াল্র্ড ট্রেড সেন্টারটি তৈরির কাজ প্রায় শেষ। এটিও সল্টলেক সেক্টর ফাইভে বিভিন্ন সংস্থার কেন্দ্র হয়ে উঠবে। এই সেন্টারে প্রায় ৫০ লক্ষ বর্গফুটের অফিস ও রিটেল স্পেস থাকছে। লাগানো হয়েছে নতুন প্রমোশনাল ব‌্যানার। মোট বিনিয়োগ হবে দেড় হাজার কোটি টাকা। আর কর্মসংস্থানের সম্ভাবনা ৩০ হাজারেরও বেশি।
  • Link to this news (প্রতিদিন)