• প্রবল বিস্ফোরণে কাঁপল মুর্শিদাবাদের রেজিনগর, নিখোঁজ ১
    এই সময় | ০৪ অক্টোবর ২০২৫
  • ডোমকলের পরে এ বার রেজিনগর। ফের বিস্ফোরণে কেঁপে উঠল মুর্শিদাবাদ। শুক্রবার রাতে রেজিনগর থানার ছেতিয়ানি ঘোষপাড়া এলাকা প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কিন্তু সেই সময়ে কেউ বাড়ি থেকে বেরোতে চাননি। শনিবার সকালে ফের সেখানে যায় পুলিশ। বিস্তারিত তদন্ত ও জিজ্ঞাসাবাদের পরে জানা যায়, একটি নির্মীয়মাণ বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল।

    এ দিকে বিস্ফোরণের পর থেকেই এলাকা থেকে নিখোঁজ স্থানীয় একজন। তাঁর নাম ওসমান বিশ্বাস। তিনি তকিপুর পিলখানার বাসিন্দা। শনিবার সকালে তাঁর পরিবারের সদস্যরা ও গ্রামের লোকজন ছেতিয়ানি গ্রামে ওসমানের খোঁজখবর শুরু করেন। কিন্তু কোনও সন্ধান মেলেনি। নিখোঁজ ব্যক্তির স্ত্রী সামিরা বিবির দাবি, শুক্রবার রাত সাড়ে সাতটা নাগাদ একটি মোটরবাইকে তিন জন এসে বাড়ি থেকে তাঁর স্বামীকে বোমা বাঁধার জন্য ডেকে নিয়ে গিয়েছিল। তাদের মধ্যে একজনকে তিনি চিনতে পারলেও বাকি দুই জনের মুখ গামছায় ঢাকা ছিল।

    শনিবার সকালে বিস্ফোরণস্থল লাগোয়া এলাকায় চারটি প্লাস্টিক জারে বোমা ও বোমার মশলা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে রেজিনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করার জন্য মুর্শিদাবাদ জেলা বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে।

    প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, ওই এলাকায় প্রচুর ফাঁকা জমি রয়েছে। সেই জমি দখলের জন্য বোমা বাঁধার কাজ চলছিল, নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

    উল্লেখ্য, সম্প্রতি মুর্শিদাবাদের ডোমকলের বিস্ফোরণে মৃত্যু হয় বছর ৪৯ বয়সের এক মহিলার। তাঁর নাম ছিদ্দাতন বিবি। মুর্শিদাবাদে ডোমকলের ঘোড়ামারা কামুড়দিয়াড় ঘাটপাড়া এলাকায় একটি বালতিতে রাখা ছিল বোমা। ধান আনতে গিয়ে ওই বোমা ভর্তি বালতিতে হাত দিয়ে ফেলেছিলেন মহিলাটি। আর এর পরেই বিস্ফোরণ ঘটে। গুরুতর আহত হন ওই মহিলা। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পর পর এই দুই বিস্ফোরণে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

  • Link to this news (এই সময়)