• ইছামতীর বুকে দুর্গা প্রতিমা নিরঞ্জন, ভিড়ে ঠাসা টাকি
    এই সময় | ০৪ অক্টোবর ২০২৫
  • দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর বৈঠকের পর আশায় বুুক বেঁঁধেছিলেন টাকির মানুুষ। নদীর মাঝখান বরাবর নৌকা দিয়ে ব্যারিকেড তৈরি করা ছিল যাতে দু’দেশের নৌকা মাঝনদীর সীমা লঙ্ঘন করতে না পারে। বিএসএফ–বিজিবির স্পিডবোট যে যার সীমান্তে টহল দিয়েছে সকাল থেকেই। টাকি পুুরসভার তরফে ইছামতী বক্ষে দুই বাংলার মিলন উৎসবের পুুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছিল।

    তবে ভারত বাংলাদেশ সীমান্তের টাকিতে বিসর্জনের উৎসবে সামিল হতে ভিড় জমিয়েছিলেন এ পারেরই মানুুষজন। টাকির হোটেল, অতিথি নিবাসগুলি ছিল পর্যটকে ঠাসা। নদীতে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, বসিরহাটের মহকুমাশাসক আশিস কুমার, জেলা পুুলিশ সুুপার হোসেন মেহেদি রহমান, বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, পুুরপ্রধান সোমনাথ মুুখোপাধ্যায়, উপ পুুরপ্রধাান ফারুক গাজি।

    শুক্রবারও বসিরহাটের ইছামতীর বুুকেও নৌকায় প্রতিমা তুুলে বিজয়ার উৎসব পালন করা হয়। হিঙ্গলগঞ্জ ও হাড়োয়াতেও নদীবক্ষে বিজয়ার উৎসব পালন করা হয়।

  • Link to this news (এই সময়)