• সম্পর্কের ঘাটতি মেটাতে মরিয়া ঢাকা? চলতি মাসেই দিল্লি সফরে আসছেন বাংলাদেশের সেনাপ্রধান...
    আজকাল | ০৪ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের এই মাসেই ভারত সফরের সম্ভাবনা রয়েছে। ওয়াকার-উজ-জামান ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে। তিনি রাষ্ট্রসংঘ শান্তিরক্ষা মিশনে সৈন্য প্রেরণকারী দেশগুলির জন্য আয়োজিত একটি সম্মেলনেও যোগ দেবেন। দু'দিনের এই সম্মেলন ১৪ অক্টোবর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, বাংলাদেশ সেনাপ্রধানের এই সফর এমন এক সময়ে হচ্ছে যখন দুই দেশের মধ্যে উত্তেজনা কমলেও তা মেটেনি।

    কিছু গুরুত্বপূর্ণ বিবরণ:

    জেনারেল ওয়াকার-উজ-জামানের ভারত সফর সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, বাংলাদেশ সেনাবাহিনীর মিডিয়া উইং, ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানিয়েছে যে, তাদের কাছে এখন পর্যন্ত এরকম কোনও তথ্য নেই।

    বিডিনিউজ২৪ ডট কমের এক প্রতিবেদন অনুসারে, সেনাপ্রধানের সফরের কোনও আনুষ্ঠানিক কর্মসূচি চূড়ান্ত হওয়ার পরে ঘোষণা করা হবে।

    যদি নিশ্চিত হয়, তাহলে ৫ আগস্ট, ২০২৪ সালের পর এটিই হবে বাংলাদেশের কোনও শীর্ষ সামরিক কর্মকর্তার প্রথম উচ্চ-প্রযায়ের ভারত সফর।

    নয়াদিল্লিতে অনুষ্ঠিত এই সম্মেলনে ৩০টিরও বেশি দেশের সশস্ত্র বাহিনীর শীর্ষ নেতৃত্ব অংশগ্রহণ করবেন।

    ভারতের উপ-সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল রাকেশ কাপুর এই সম্মেলনকে একটি "অনন্য প্ল্যাটফর্ম" হিসেবে বর্ণনা করেছেন।

    তিনি আরও বলেছেন যে এই সম্মেলন সেনাবাহিনীর সম্মিলিত অভিজ্ঞতা, জ্ঞান এবং প্রতিশ্রুতিকে একত্রিত করবে।

    সম্মেলনে কী হতে পারে?লেফটেন্যান্ট জেনারেল রাকেশ কাপুর বলেছেন যে, এই অনুষ্ঠানে দু'টি পূর্ণাঙ্গ অধিবেশন থাকবে - প্রথম অধিবেশনে পোক্ত অভিযানের জন্য রাষ্ট্রসংঘ শান্তিরক্ষা মিশনের সক্ষমতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় রসদ সংগ্রহের উপর আলোকপাত করা হবে, এবং দ্বিতীয় অধিবেশনে শান্তিরক্ষা কার্যক্রমে প্রযুক্তির ভূমিকা তুলে ধরা হবে।
  • Link to this news (আজকাল)