• বৃন্দাবনে ১০,০০০ টাকা 'চুরি' করল বাঁদর! নোটের তোড়া দিয়ে হাওয়াও খেল সে! ভাইরাল ভিডিও ...
    আজকাল | ০৪ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বৃন্দাবনের গলিতে আজকাল দেব-দেবীর চেয়ে বাঁদরবাবুরাই বেশি বিখ্যাত! এমনই এক বাঁদরের কাণ্ডে হাসিতে ফেটে পড়েছে গোটা দেশ। সমাজমাধ্যমে ভাইরাল সেই ভিডিও এখন নেটিজেনদের প্রিয় ‘মাঙ্কি বিজনেস’!

    ঘটনাটি উত্তরপ্রদেশের পবিত্র শহর বৃন্দাবনের। এক তরুণী হেঁটে যাচ্ছিলেন রাস্তা ধরে, হাতে ব্যাগ। হঠাৎই পাশের ছাদ থেকে লাফিয়ে নেমে এল এক দস্যি বাঁদর। মুহূর্তে ব্যাগ খুলে টাকার বান্ডিল ছিনিয়ে নিয়ে ছাদে উঠে পড়ল সে! কাগজের মোটা বান্ডিল দেখে তার চোখ যেন চকচক করে উঠল।

    ছাদের উপরে বসে দিব্যি রাজাসনে আসীন সে। হাতে ৫০০ টাকার নোটের মোটা বান্ডিল—মোট ১০ হাজার টাকা! কেউ বলে, “এই তো নতুন উদ্যোক্তা”, কেউ আবার মন্তব্য করেছেন, “বৃন্দাবনের পরবর্তী কর্পোরেট গুরুও এসে গেল!” বাঁদরটি টাকার নোট গুনছে, ছিঁড়ছে, এমনকি কামড়াচ্ছেও—যেন টাকার আসল-নকল যাচাই করছে।

    নীচে তখন পাড়া-প্রতিবেশীর ভিড়! কেউ ভিডিও তুলছে, কেউ হাসছে, কেউ আবার বাঁদরবাবুর সঙ্গে দর কষাকষি শুরু করেছে। অবশেষে, এক বুদ্ধিমান ব্যক্তি ‘ঘুষ’ হিসেবে ছুড়ে দিলেন ফলের রসের একটি প্যাকেট। প্রথমে কিছুটা দ্বিধা, তারপর এক লাফে সেই প্যাকেট লুফে নেয় বাঁদরটি। কয়েক চুমুক খেতেই তার মুখে পরম তৃপ্তির হাসি হেসে ঘুম ঘুম পে তার। 

    এরপর, যেন দুনিয়ার সবচেয়ে বড় দাতব্য সংস্থার প্রধান সে—বাঁদরবাবু উদার মনে টাকার বান্ডিল ছুড়ে দিল নীচে! উপস্থিত জনতা হাততালি দিয়ে বরণ করল এই ‘বনমানুষি দানবীর’-কে।

    ভিডিয়োটি ইনস্টাগ্রামে ‘ব্রিজবাসীবালক’ নামে একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট হতেই ভাইরাল। লাখো মানুষ দেখেছেন, শেয়ার করেছেন, আর কমেন্ট বক্সে চলছে মজার মজার মন্তব্য—“বাঁদরটা নিশ্চয়ই রিজার্ভ ব্যাংকের নতুন নিয়োগ!” “এটাই বুঝি নোটবন্দির আসল পরিণতি!”“চুরি নয়, চরম বিনোদন!”

    বৃন্দাবনের পবিত্র বাতাসে এখনো ভাসছে বাঁদরবাবুর দস্যিপনার গল্প। কে জানে, পরের বার হয়তো ফলের রস নয়—কফি বা পিজ্জার ঘুষ চাইবে সে! বাঁদরদেরও এখন টাকা-পয়সার প্রতি দুর্বলতা দেখা যাচ্ছে। তাই বৃন্দাবনে গেলে শুধু প্রসাদ নয়, ব্যাগটাও শক্ত করে ধরে রাখবেন! 
  • Link to this news (আজকাল)