পুজো কার্নিভালের জন্য রাজ্যে বিশেষ মেট্রো ও ইএমইউ ট্রেন পরিষেবা...
আজকাল | ০৪ অক্টোবর ২০২৫
আজকাল ওয়বডেস্ক: দুর্গাপুজো কার্নিভালের দিন শহর ও শহরতলীর যাত্রীসুবিধার কথা মাথায় রেখে কলকাতা মেট্রো রেল ও পূর্ব রেল দু’দিকেই বিশেষ ট্রেন চালানোর ঘোষণা করেছে।
মেট্রো রেলের বিশেষ ব্যবস্থা
রবিবার, ৫ অক্টোবর ২০২৫ তারিখে ব্লু লাইন (শহীদ খুদিরাম- দক্ষিণেশ্বর) ও গ্রীন লাইন (সেক্টর ৫ - হাওড়া ময়দান) উভয় রুটেই অতিরিক্ত মেট্রো চলবে। রবিবারের স্বাভাবিক পরিষেবা শেষ হওয়ার পর আরও ৬ টি বিশেষ ট্রেন (৩ আপ ও ৩ ডাউন) চালানো হবে প্রতিটি লাইনে। ট্রেনগুলির মধ্যে সময়ের ব্যবধান থাকবে ২০ মিনিট।
ব্লু লাইন (শহীদ খুদিরাম দক্ষিণেশ্বর)
দক্ষিণেশ্বরগামী: রাত ২২:০৩, ২২:২৩, এবং ২২:৪৩ টা।
শহীদ খুদিরামগামী: রাত ২১:৫৩, ২২:১৩, এবং ২২:৩৩ টা।
গ্রীন লাইন (সেক্টর ৫ হাওড়া ময়দান)
হাওড়া ময়দানগামী: রাত ২২:২০, ২২:৪০, এবং ২৩:০০ টা।
সেক্টর ৫ গামী: রাত ২২:২০, ২২:৪০, এবং ২৩:০০ টা।
পূর্ব রেলের বিশেষ ইএমইউ পরিষেবা
পুজো কার্নিভালের ভিড় সামলাতে পূর্ব রেলের শিয়ালদহ বিভাগও বাড়তি পরিষেবার ব্যবস্থা করেছে। ৫ অক্টোবর (রবিবার) দুপুর ১৪:০০টা থেকে রাত ০০:০০টা পর্যন্ত। রবিবারে অব্যাহতি দেওয়া ইএমইউ পরিষেবা চালানো হবে, যেন সাপ্তাহিক দিনের মতো স্বাভাবিক ইএমইউ পরিষেবা পাওয়া যায়।
এর ফলে সব শাখার উপনগর ট্রেন পরিষেবাই রবিবারে বাড়তি থাকবে, যা ভিড় সামলাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে রেল দপ্তরের আশা।
যাত্রী সুরক্ষা ও নির্দেশিকা
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, মেট্রো ও ইএমইউ উভয় ক্ষেত্রেই অতিরিক্ত যাত্রী ভিড়ের জন্য স্টেশন ও ট্রেনে বিশেষ নজরদারি থাকবে। নিরাপত্তার স্বার্থে বাড়তি পুলিশ ও আরপিএফ মোতায়েন করা হবে।
পাশাপাশি যাত্রীদের অনুরোধ করা হয়েছে টোকেন, স্মার্টকার্ড ও সিজন টিকিট আগে থেকে সংগ্রহ করতে এবং ভিড়ের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে।
মেট্রো ও পূর্ব রেল কর্তৃপক্ষের অভিমত, "পুজো কার্নিভালে মানুষ যাতে নিরবচ্ছিন্নভাবে যাতায়াত করতে পারেন, সেই জন্যই বিশেষ পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। উৎসবের আনন্দকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।"
এহেন যৌথ পদক্ষেপে শহর ও শহরতলীর যাত্রীরা বড় স্বস্তি পাবেন বলেই আশা করা হচ্ছে৷