• দুর্যোগের কালিম্পঙে খাদে পড়ল গাড়ি, ৪ জনের মৃত্যু, আহত একাধিক
    আজ তক | ০৪ অক্টোবর ২০২৫
  • কালিম্পঙে খাদে গাড়ি উল্টে ৪ জনের মৃত্যু। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে। বর্তমানে আবহাওয়া প্রতিকূল উত্তরবঙ্গে। কোথাও লাল তো কোথাও আবার কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাহাড়ি নদীগুলিতেও জলস্তর বাড়ছে। এই অবস্থায় যাত্রী নিয়ে কালিম্পঙের রাস্তায় বাঁক নেওয়ার সময়ে পিচ্ছিল রাস্তায় স্কিট করে একটি গাড়ি সোজা পড়ে যায় খাদে। ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন আরও ৩ জন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

    দুর্গাপুজো মিটতেই পাহাড়ি এলাকায় হোটেলগুলিতে তিল ধারণের জায়গা নেই। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং এবং মিরিকের মতো জনপ্রিয় টুরিস্ট ডেস্টিনেশনে শয়ে শয়ে মানুষ যাচ্ছেন। বৃষ্টিভেজা পাহাড়ি রাস্তায় যাত্রীবোঝাই গাড়ির সংখ্যাও বেড়েছে। 

    জানা গিয়েছে, শুক্রবার রাত ৮টা নাগাদ কালিম্পং ১০ নম্বর জাতীয় সড়কে একটি যাত্রীবোঝাই গাড়ি তেমনই একটি পিচ্ছিল রাস্তায় স্কিট করে উল্টে যায়। গাড়িটি পর্যটকদের নিয়ে পাথরঝোরা থেকে গ্যাংটকের দিকে যাচ্ছিল বলে খবর। 

    প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, উল্টো দিকে থেকে অন্য একটি গাড়ির অত্যন্ত দ্রুতগতিতে আসছিল। সেই গাড়ির হেডলাইটে গ্যাংটকগামী পর্যটনের গাড়ির চালকের চোখে সমস্যা হচ্ছিল। সে সময়েই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে মেল্লি কিরণি খাদে পড়ে যায় গাড়িটি। 

    ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের। ৩ জন বোজোঝাড়ি এলাকার বাসিন্দা এবং চতুর্থ জন স্থানীয়। নেপালে আরও ভারী বৃষ্টিপাত চলছে। এর জেরে পাহাড়ে ধস, হড়পা বানেরও আশঙ্কা রয়েছে। 

    এই মুহূর্তে কয়েক হাজার পর্যটক উত্তরবঙ্গ, সিকিম, নেপালের মতো জায়গা ঘুরছেন। নিরাপত্তার কথা মাথায় রেখে প্রশাসনের তরফে কোনও বিশেষ বন্দোবস্ত করা হয় কি না, সেটাই এখন দেখার। হাওয়া অফিসের সব তথ্য জেনে এবং মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। 

     
  • Link to this news (আজ তক)