বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে শেষ বিজয়া সম্মিলনী। সুতরাং, পুজোর মাধ্যমে জনসংযোগের এটাই শেষ সুবর্ণ সুযোগ প্রত্যেক রাজনৈতিক দলের কাছে। আর সুযোগের সদব্যবহার করতে তৎপর শাসকদল তৃণমূল। দলীয় সূত্রের খবর, বিজয়া উপলক্ষে রাজ্য জুড়ে মেগা কর্মসূচি গ্রহণ করেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়। রাজ্যের প্রতিটি ব্লকে অনুষ্ঠিত হবে বিজয়া সম্মিলনী। বক্তাদের তালিকায় থাকবেন ৫০ জনেরও বেশি নেতা। আগামী ৫ অক্টোবর, রবিবার থেকে শুরু তৃণমূলের এই কর্মসূচি।
উল্লেখ্য, আগামী ১৩ অক্টোবর অভিষেক বন্দোপাধ্যায়ের সংসদীয় কেন্দ্র ডায়মণ্ড হারবারে আয়োজিত হতে চলেছে বিজয়া সম্মিলনী অনুষ্ঠান। জানা গিয়েছে, আমতলায় আয়োজিত এই সম্মিলনীতে যোগ দেবেন খোদ অভিষেকও। কথা বলবেন দলের ব্লক ও জেলা নেতৃত্বদের সঙ্গে।
দলীয় সূত্রের আরও খবর, কিভাবে রাজ্য জুড়ে পরিচালিত হবে এই মেগা কর্মসূচি, তার রূপরেখা অঙ্কন করেছেন খোদ অভিষেক। তাঁর নির্দেশ মত দলের কিছু বেছে নেওয়া সাংসদ, বিধায়ক, মন্ত্রী, ছাত্রনেতা-সহ প্রায় ৫০-এর বেশি নেতৃত্ব রাজ্যের প্রতিটি ব্লকে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যোগ দেবেন। তাঁরা যাবেন রাজ্যের বিভিন্ন প্রান্তে, কথা বলবেন সাধারণ মানুষের সঙ্গে।
প্রসঙ্গত, ইতিমধ্যেই মোট ৫০ জনের অধিক বক্তার তালিকা রাজ্যের একাধিক জেলায় পাঠানো হয়েছে। এই তালিকায় তুলে ধরা নামগুলিকে অনুমোদন দিয়েছেন খোদ অভিষেকই। তাঁর সাফ নির্দেশ, আগামী ১৮ অক্টোবরের মধ্যে রাজ্যের সব ব্লকে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান শেষ করতে হবে। অর্থাৎ ডেডলাইন কালী পুজো অবধি।