• 'দল মনে করলে নির্বাচনে কাজে লাগাবে, না হলে বাড়িতে বসে থাকব', হঠাত্‍ 'বেসুরো' কুণাল!
    ২৪ ঘন্টা | ০৪ অক্টোবর ২০২৫
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের খবরে কুণাল ঘোষ। এবার কি খানিক অভিমানী? বললেন, 'দল মনে করলে নির্বাচনে কাজে লাগাবে। দল কাজে লাগালে ভাল, না হলে বাড়িতে বসে থাকব'। সঙ্গে সতর্কবার্তা, 'দল আত্মতুষ্টিতে যেন  না ভোগে। সিপিএমের পতন দেখেছি, তৃণমূল যেন সেই জায়গায় না পৌঁছয়'।

    বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। গত কয়েক দিন ধরেই একে এক ফেসবুক পোস্টে জল্পনা বাড়াচ্ছেন কুণাল। আজ, শনিবার মুখ্যমন্ত্রীর বিজয়া দশমীর শুভেচ্ছাবার্তার ছবি পোস্ট করে তিনি লিখেছেন, 'জীবনের কঠিনতম দিন দেখেছি আমি। অভিমান ছিল, কিন্তু দল ছাড়ার কথা ভাবিনি, ছাড়িনি। তারও পরে, আবার কাছাকাছি কাজের সুযোগ। দিনকাল বদলেছে, পুরনো স্মৃতিতে নতুনের সংযোজন। আনুগত্যের পরীক্ষায় উত্তীর্ণ হতে চাওয়া সৈনিক তার কর্তব্যে অবিচল, এখনও। ঈশান কোণে জমতে থাকা মেঘের টুকরো যেন লড়াইয়ের জেদ বাড়ায়'। 

    বিজেপি নেতা সজল ঘোষের কটাক্ষ, 'বছরে দু'বার করে বেসুরো গাই। ওটা হচ্ছে ওর চার্জ। যথন বোঝে বাজারে চার্জ পড়ে গিয়েছে তখন এভাবে চার্জ দিয়ে নেয়। জেনারেল সেক্রেটারি-ফেক্রেটারি ফেসবুক থেকে মুছে দেয়। আবার ২ দিন বাদে ঢুকিয়ে দেয়। এসব নাটক'!

  • Link to this news (২৪ ঘন্টা)