কল্যাণ চন্দ্র, বহরমপুর: ডোমকলের পর রেজিনগর। গতকাল, শুক্রবার মুর্শিদাবাদের ডোমকলের এক বাড়িতে মজুত রাখা বোমা ফেটে মৃত্যু হয়েছিল বধূর। সেই ঘটনার রেশ কাটার আগে ওই জেলারই রেজিনগরে বিস্ফোরণে জখম হলেন তিনজন। জখমদের খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে খবর। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। পরে গঙ্গার ধার থেকে উদ্ধার হয়েছে ওসমান বিশ্বাস নামে এক যুবকের মৃতদেহ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে রেজিনগর থানার মির্জাপুরের ছেতিয়ানি ঘোষপাড়া এলাকায়। ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
বোমা বাঁধতে গিয়ে কি এই ঘটনা? সাবেদা বিবি নামে স্থানীয় এক মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁদের বাড়ি তকিপুর গ্রামে। তাঁর অভিযোগ, গতকাল, শুক্রবার সন্ধ্যায় তাঁর স্বামীকে কেউ বা কারা বাড়ি থেকে বোমা বাঁধার জন্য ডেকে নিয়ে গিয়েছিল। মধ্য রাতে বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা! আতঙ্কিত হয়ে গ্রামবাসীরা বাইরে বেরিয়ে এসেছিলেন। অভিযোগ, ছেতিয়ানি ঘোষপাড়া এলাকার একটি ফাঁকা এলাকায় তিনজন বোমা বাঁধছিলেন। সেসময় বোমা ফেটে যায়। তিনজনই বিস্ফোরণে জখম হয়েছেন বলে প্রাথমিক খবর। ঘটনার খবর যায় রেজিনগর থানায়।
রাতেই পুলিশ অকুস্থলে যায়। দেখা যায় জায়গায় জায়গায় চাপ চাপ রক্ত ছড়িয়ে আছে। তবে জখমদের কাউকেই ঘটনাস্থলে দেখতে পাওয়া যায়নি! তাই নিয়ে দেখা দিয়েছে সন্দেহ। তাহলে কি জখমদের সেখান থেকে কেউ বা কারা সরিয়ে নিয়ে গিয়েছে? কোথায় চিকিৎসা চলছে তাঁদের? তাঁদের মধ্যে কারোর মৃত্যু হয়নি তো? সেসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। আজ, শনিবার সকাল থেকে ওই এলাকায় চলছে তল্লাশি। বিস্ফোরণের নমুনা সংগ্রহ করা হয়েছে। ওই মাঠের বাঁশবাগান ও আশপাশে একাধিক বোমা পড়ে থাকতে দেখা গিয়েছে। সেসব বোমা উদ্ধার করেছে পুলিশ। দুপুরের দিকে গঙ্গার ধার থেকে উদ্ধার হয় ওই যুবকের মৃতদেহ। রেজিনগরের তৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধুরী ঘটনার তীব্র নিন্দা করেছেন। দুষ্কৃতীদের অবিলম্বে খুঁজে বার করে কঠোর শাস্তির দাবি তুলেছেন তিনি। এলাকায় জমি দখলকে কেন্দ্র করে ওই বোমা বাঁধা হচ্ছিল বলে প্রাথমিক অনুমান পুলিশের।