• সবংয়ে দম্পতির রক্তাক্ত দেহ উদ্ধার, বাবা-মা’কে খুন করে পালাল ছেলে?
    প্রতিদিন | ০৪ অক্টোবর ২০২৫
  • অংশুপ্রতীম পাল, খড়গপুর: ঘর থেকে উদ্ধার হল দম্পতির রক্তাক্ত মৃতদেহ। সকাল থেকে নিখোঁজ ওই দম্পতির ছোটছেলে! বাবা-মা’কে খুন করে কি ছেলে পলাতক? চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের সবং থানা এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতদের নাম ভীম হাঁসদা ও সম্বরী হাঁসদা।

    ওই দম্পতির বাড়ি সবং থানার দেভোগ পঞ্চায়েতের খড়পোড়া এলাকায়। ৫৬ বছর বয়সী ভীম ও ৪৯ বছরের সম্বরী হাঁসদা দু’জনেই খেতমজুরের কাজ করতেন বলে খবর। দম্পতির চার ছেলে। তিন ছেলের আলাদা সংসার। ছোটছেলে গোপাল বাবা-মায়ের সঙ্গে থাকতেন বলে খবর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ, শনিবার সকাল থেকে ওই পরিবারের তিনজনের কাউকেই ঘরের বাইরে দেখা যাচ্ছিল না! এদিকে ঘরের মধ্যে আলো জ্বলতে দেখা যায়। প্রতিবেশীরা সেই ঘরে ঢুকে চমকে ওঠেন।

    দেখা যায়, ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে দম্পতির রক্তাক্ত দেহ। মেঝেতেই বিছানা করে রাতে ঘুমাতেন দম্পতি। বিছানার উপর পড়ে রয়েছে ভীমের মৃতদেহ। কিছুতা দূরে মেঝেতে পড়ে সম্বরীর দেহ। চাপ চাপ রক্ত বিছানা ও মেঝেতে ছড়িয়ে আছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সবং থানার পুলিশ। ওই দম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ‘খুন’ করা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। ভীমের মাথায় ও সম্বরীর ঘাড়ে কোপের গভীর ক্ষত রয়েছে। নিখোঁজ ছোটছেলে গোপাল। পুলিশের প্রাথমিক অনুমান, বাবা-মা’কে খুন করেই ছেলে পলাতক।

    স্থানীয়রা জানিয়েছেন, বছর ২০ বয়সের গোপালের মানসিক সমস্যা রয়েছে। মাঝেমধ্যেই অস্বাভাবিক আচরণ করেন তিনি। গতকাল, শুক্রবার রাতের দিকে কোনও কারণে বাবা-মায়ের সঙ্গে গোপালের বচসা হয়েছিল। অনেক পরে সেই বচসা থেমেছিল। তার জেরেই কি এই খুন? সেই প্রশ্ন উঠেছে। দুটি মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ছোটছেলের খোঁজে পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি করছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
  • Link to this news (প্রতিদিন)