• টিটাগরে বিসর্জনের সময় বিশৃঙ্খলা! মত্ত যুবকদের হাতে ‘আক্রান্ত’ পুলিশ, গ্রেপ্তার ৪
    প্রতিদিন | ০৪ অক্টোবর ২০২৫
  • অর্ণব দাস, বারাকপুর: দুর্গাপুজোর বিসর্জনের সময় মত্ত যুবকদের হাতে আক্রান্ত উর্দি! ঘটনাটি ঘটেছে টিটাগর পুরসভার ২২ নম্বরে ওয়ার্ডে। ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

    খড়দহের রাসখোলা মাঠে প্রতিমা বিসর্জন দিতে গিয়েছিলেন বলরাম হাসপাতালের সামনে সমিতির সদস্যরা। সেই দলের বেশ কয়েকজন মত্ত অবস্থায় ঘাট এলাকার দাপাদাপি করতে থাকে বলে অভিযোগ। তা থামাতে যায় পুলিশ। তখনই মত্ত যুবকদের কয়েকজন পুলিশের উপর চড়াও হয় বলে অভিযোগ। একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, একদল যুবক পুলিশকে কিল, চড়, ঘুষি মারছে (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। পুলিশকর্মীরা ‘আক্রান্ত’ হলে ছুটে আসে আগে থেকেই মোতায়েন র‍্যাফ। তাঁদের উপরও চড়াও হয় ওই যুবকের দল।

    এরপরই লাটিচার্জ করে পুলিশ। ছত্রভঙ্গ হয়ে যায় হামলাকারীরা। কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনার পর থমথমে এলাকা। শক্ত হাতে পরিস্থিতি সামলাচ্ছে পুলিশ। ধৃত চারজনকে আদালতে পেশ করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে। এই ঘটনাতেও লেগেছে রাজনৈতিক রং। বিজেপি-সহ বিরোধী দলগুলির দাবি ওই মত্ত যুবকের দল শাসকদল ঘনিষ্ঠ। তৃণমূল সাফ জানিয়েছে, এই ঘটনায় দল যুক্ত নেই। প্রশাসন শক্ত হাতে পরিস্থিতি সামাল দিয়েছে। উপযুক্ত পদক্ষেপ নিচ্ছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)