দেশের নিরাপদতম শহর কলকাতা! টানা চারবার কেন্দ্রের রিপোর্টে সেরার শিরোপা তিলোত্তমার
প্রতিদিন | ০৪ অক্টোবর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতার মুকুটে ফের নয়া পালক। এনসিআরবি-র ২০২৩ সালের রিপোর্ট অনুযায়ী, ফের দেশের নিরাপদতম শহর তিলোত্তমা। এই নিয়ে টানা চারবার একই খেতাব জয় মহানগরীর।
দেশের মোট ১৯টি শহরকে নিয়ে সমীক্ষা করা হয়। এনসিআরবি-র রিপোর্ট অনুযায়ী, অপরাধ প্রবণতা সবচেয়ে বেশি কোচিতে। সেখানে প্রতি লক্ষ মানুষের মধ্যে ৩,১৯২.৪ অপরাধ হয়েছে। দিল্লিতে সংখ্যাটি ২,১০৫.৩। সুরাটে ১,৩৭৭.১। কলকাতায় প্রতি লক্ষ জনবসতিতে অপরাধ হয়েছে ৮৩.৯। তাই সেরার সেরা কলকাতা। কলকাতার পর দ্বিতীয় স্থানে রয়েছে হায়দরাবাদ। লক্ষ মানুষের মধ্যে ৩৩২.৩ অপরাধের হিসাব রয়েছে। তৃতীয় স্থানে পুণে। লক্ষ জনবসতি ৩৩৭.১ অপরাধের রেকর্ড রয়েছে। মুম্বইতে ৩৫৫.৪ অপরাধ হয়েছে। এই নিয়ে টানা চারবার নিরাপদতম শহরের তালিকায় কলকাতায়। ২০১৬ সালে তিলোত্তমায় অপরাধের সংখ্যা ১৫৯.৬, ২০২১ সালে ১০৩.৫, ২০২২ সালে ছিল ৮৬.৫। সদ্য প্রকাশিত ২০২৩ সালের রিপোর্ট অনুযায়ী সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৮৩.৯।
এনসিআরবি-র রিপোর্টে পাওয়া তথ্য অনুযায়ী, কলকাতায় নারী নির্যাতনের মতো অপরাধের সংখ্যাও কমেছে। ২০২৩ সালে এই সংক্রান্ত অভিযোগ দায়ের হয়েছে ১ হাজার ৭৪৬টি। ২০২২ সালে সংখ্যাটা ছিল ১ হাজার ৮৯০। তার আগে ২০২১ সালে এই ধরনের মোট ১ হাজার ৭৮৩টি অভিযোগ জমা পড়েছে। নারী নির্যাতনের অভিযোগ কম জমা পড়ার নিরিখে দ্বিতীয় স্থানে চেন্নাই এবং তৃতীয় স্থানে কোয়েম্বাটোর। ধর্ষণের মতো ঘটনাও কমেছে। ২০২১ ও ২০২২ সালে সংখ্যাটি ছিল ১১। ২০২৩ সালের এনসিআরবি রিপোর্ট অনুযায়ী সংখ্যা কমে দাঁড়িয়েছে ১০। নাবালিকার যৌন হেনস্তার অভিযোগ দায়ের হয়েছে ১৭২টি।
যদিও খুনের মতো অপরাধ বেড়েছে খানিকটা। এনসিআরবি-র রিপোর্ট বলছে, ২০২৩ সালে এই ধরনের ঘটনা শহরে ঘটেছে ৪৩টি। ২০২২ সালে সংখ্যাটি ছিল ৩৪। তার আগে ২০২১ সালে এই ধরনের অপরাধ হয়েছে ৪৫টি। অপরাধের নিরিখে গোটা বাংলা রয়েছে ৪৩৩ নম্বরে। তার আগে রয়েছে ঝাড়খণ্ড (১৬১.১), নাগাল্যান্ড (৮৪.৯), সিকিম (১০৩.৯) এবং মেঘালয় (১০৫.২)। বাংলায় ১ হাজার ৬৮৬টি খুন এবং ২২৪টি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু হয়েছে। উল্লেখ্য, বারবারই বিরোধীরা দাবি করে কলকাতা-সহ গোটা বাংলায় ক্রমশ আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে। তবে তার একেবারে অন্য কথা বলছে কেন্দ্রীয় রিপোর্ট। যা স্বস্তি জোগাচ্ছে শহরবাসীকে।