• কার্নিভালের কলকাতায় ঝড়বৃষ্টির সতর্কতা! প্রবল দুর্যোগ উত্তরবঙ্গে, কবে থেকে কমবে বর্ষণ
    আনন্দবাজার | ০৪ অক্টোবর ২০২৫
  • পুজোর শুরুর দিকে বৃষ্টি খুব একটা ভোগায়নি। তবে শেষ দিকে রাজ্যের প্রায় সব জেলায় বিক্ষিপ্ত ভাবে চলেছে ঝড়বৃষ্টি। রবিবার কলকাতায় দুর্গাপুজোর কার্নিভালের দিনেও কিন্তু পিছু ছাড়ছে না বৃষ্টি। শহরে বিক্ষিপ্ত ভাবে চলতে পারে বৃষ্টি। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে বইতে পারে ঝোড়ো হাওয়া। সে জন্য কলকাতায় রয়েছে হলুদ সতর্কতা। দক্ষিণের সব জেলাতেই রয়েছে সতর্কতা। অন্য দিকে, উত্তরবঙ্গের কয়েক জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর বলছে, সোমবার থেকে কলকাতা-সহ গোটা রাজ্যে কমতে পারে ঝড়বৃষ্টি।

    আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপ ওড়িশা থেকে সরে ঝাড়খণ্ড হয়ে বিহারের দিকে এগোচ্ছে। শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে আগেই। শনিবারের মধ্যে নিম্নচাপে পরিণত হবে। তাই মৎস্যজীবীদের শনিবারও সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।

    রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে জেলার সব জায়গায় ঝড়বৃষ্টি হবে না। বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে জেলার কিছু জায়গায়। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে বইতে পারে ঝোড়ো হাওয়া। এর মধ্যে মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার থেকে কলকাতায় কমতে পারে ঝড়বৃষ্টি। দক্ষিণের বেশির ভাগ জেলাতেও ঝড়বৃষ্টির পরিমাণ কমতে পারে। ওই দিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়ায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলায় সতর্কতা জারি না থাকলেও বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণের জেলাগুলির কিছু অংশে হালকা বৃষ্টি বিক্ষিপ্ত ভাবে চলতে পারে। তবে ভারী বৃষ্টির আর সম্ভাবনা নেই।

    উত্তরবঙ্গের পাঁচ জেলায় রবিবার ভারী থেকে অতি ভারী (৭ থেকে ২০ সেন্টিমিটার) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার— এই পাঁচ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে আলিপুরদুয়ারে অতি প্রবল (২০ সেন্টিমিটারের বেশি) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে জারি করা হয়েছে লাল সতর্কতা। উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ দিনাজপুর ও মালদহে ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সোমবার থেকে উত্তরবঙ্গেও কমতে পারে বৃষ্টি। ওই দিন শুধু আলিপুরদুয়ারে হতে পারে ভারী বৃষ্টি। বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্ত ভাবে চললেও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।
  • Link to this news (আনন্দবাজার)