• স্মৃতি উস্কে বড়পর্দায় মান্না দে-র ‘কফি হাউস’! থাকছেন রূপা গঙ্গোপাধ্যায়-দোলন রায়! আর কে?
    আনন্দবাজার | ০৪ অক্টোবর ২০২৫
  • রূপা গঙ্গোপাধ্যায় আর দোলন রায়কে শেষ কবে পর্দায় একসঙ্গে দেখেছেন? মনে নেই রূপার। সম্ভবত মনে নেই দর্শকেরও। খবর, এঁরা একসঙ্গে ফিরছেন। একসঙ্গে কফি খাবেন, আড্ডাও দেবেন!

    কফি হাউস আর তার আড্ডা— বাঙালির কাছে পুরনো হয় না। যেমন, প্রবীণ প্রজন্মের কাছে তো বটেই, আজও মান্না দে-র গাওয়া ‘কফি হাউস’ গান প্রিয় সব বাঙালির কাছেই। সেই গান এ বার বড়পর্দার বিষয়। সুজাতা, রমা, নিখিলেশ, ডি’সুজ়া, অমল, মইদুল— এই ছয় বন্ধুর কিছু কথা গানের দৌলতে শ্রোতারা জানেন। সবটা জানেন কি? ছয় বন্ধুর কেউ কি কারও প্রেমে পড়েছিলেন? কেন রমা রায় দুরন্ত অভিনেতা হয়েও শেষজীবনে মানসিক রোগী? সংসার জীবনে সুখী সুজাতার শেষজীবন কেমন? উত্তর দেবে ছবি।

    আরও চমক, মান্না দে-র গাওয়া গানটির নব্য সংস্করণ গাইবেন অরিজিৎ সিংহ!

    ছবির গল্প অনেকটা এ রকম। ছেড়ে যাওয়া মাটির টানে সুজাতা বিদেশ থেকে স্বদেশে। উত্তরবঙ্গের এক পুরনো চা বাগানের বাগানবাড়ি থেকে হঠাৎ তিনি নিখোঁজ। ঠাকুরমার খোঁজে বিলেতফেরত নাতনি আহেরি যখন বাগানবাড়ির আনাচকানাচ তন্ন তন্ন করে খুঁজছে, তখনই তার হাতে আসে একটি ডায়েরি, পুরনো চিঠি আর ছয় বন্ধুর গল্পকথা! তার পর? এই রহস্য নিয়েই এগোবে গল্প।

    ‘রঘু ডাকাত’-এর পর রূপা গঙ্গোপাধ্যায় এই ছবিতে হঠাৎ হারিয়ে যাওয়া ‘সুজাতা’র ভূমিকায়। ‘রমা’র ছেলেবেলা করবেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য। পরিণত বয়সে দেখা দেবেন দোলন। এ ছাড়াও, ছবিতে থাকছেন মুম্বইয়ের শুভাশিস ঘোষ, সৌম্য মুখোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায়। ‘সুজাতা’র নাতনি ‘আহেরি’র ভূমিকায় অনুষা বিশ্বনাথন। সব ঠিক থাকলে ছবির শুটিং শুরু হবে ৭ অক্টোবর থেকে। উত্তরবঙ্গ, কলকাতা মিলিয়ে হবে শুটিং। প্রযোজনায় সুয়ান সিলভার স্ক্রিন।
  • Link to this news (আনন্দবাজার)